দেবরীনা মণ্ডল সাহা :- একুশে নির্বাচনে জোট হয়েই লড়াই-এ নামছে বাম -কংগ্রেস | আর তার আগে আগামী ২৮ শে ফেব্রুয়ারী বাম-কংগ্রেস জোটের যৌথ সমাবেশ ব্রিগেড | তাই ব্রিগেডে দুই দলের কোন কোন নেতারা উপস্থিত থাকবেন তা নিয়ে চলছে জোর জল্পনা | আর এই ব্রিগেড সমাবেশে থাকছেন না রাহুল গান্ধী এমনটাই সূত্রের খবর | তবে থাকতে পারেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তবে সেটা ভার্চুয়ালি। | বুধবার সিপিএম-এর রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে বুদ্ধদেব ভট্টাচার্যকে ব্রিগেডে ভার্চুয়ালি উপস্থিত করার জন্য আলোচনা করেছেন সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তীরা | এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে রাজ্য কমিটিতেও |এছাড়াও সিপিএম সূত্রের খবর, ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডের জনসভায় বক্তা হিসেবে থাকবেন গৌতম দেব | একই সঙ্গে বিধানসভা নির্বাচনের আগে বাম ও কংগ্রেসের যৌথ ব্রিগেডে বক্তা হিসেবে থাকবেন দলের শীর্ষ নেতা সীতারাম ইয়েচুরি | বক্তাদের তালিকায় থাকতে পারেন মহম্মদ সেলিমও |অন্যদিকে কংগ্রেসের তরফে রাহুল গান্ধীর পরিবর্তে বিকল্প নামের কথাও ভাবা হচ্ছে | সেক্ষেত্রে প্রদেশ কংগ্রেসের তরফে প্রিয়ঙ্কা গান্ধীকে ব্রিগেডে হাজির করিয়ে চমক দেওয়ার চেষ্টা চলছে | তবে তা এখনও নিশ্চিত নয় | এক্ষেত্রে কংগ্রেস হাইকমান্ড কী সিদ্ধান্ত নেন সেদিকেই এখন তাকিয়ে অধীর রঞ্জন চৌধুরি, আব্দুল মান্নানরা|রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে | পশ্চিমবঙ্গে ঘনঘন আসছেন অমিত শাহ, জেপি নাড্ডা-সহ বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব| প্রচারে দুয়ারে দুয়ারে মমতা। এই পরিস্থিতিতে ভোটমুখি রাজ্যে বাম ও কংগ্রেসের যৌথ ব্রিগেড কতটা সফল হয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল |