Breaking News

ভাঙড়ে ৪০০ বিঘার ভেড়ি দখল করে লক্ষ লক্ষ টাকা লুঠের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, প্রতিবাদে পথে নামল মৎস্যজীবী জীবন জীবিকা রক্ষা কমিটি

বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা:- ভাঙড়ে ৪০০ বিঘার মেছো ভেড়ি দখল করে শ্রমিকদের ফাঁকি দিয়ে লক্ষ লক্ষ টাকা লুঠ করার অভিযোগ উঠল ভাঙড়ের এক শ্রেণীর তৃণমূল নেতাদের বিরুদ্ধে | তারই প্রতিবাদে মৎস্যজীবী জীবন জীবিকা রক্ষা কমিটির ব‍্যানারে ভাঙড়ের ব‍্যাওতা ২ অঞ্চলে আবাদে তৃণমূল নেতা আরাবুলের ইসলাম এবং অহিদুল ইসলামের বিরুদ্ধে স্লোগান তুলে চলে বিক্ষোভ আন্দোলন | এদিন ভাঙ্গড়ের চন্ডীতলা থেকে ব‍্যাওতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত পর্যন্ত মিছিলে পা মেলান শতাধিক শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা |

ভেড়ি শ্রমিকদের অভিযোগ এলাকায় তারা ভেড়ি চালালেও ভেড়ির মাছ লুটে নিচ্ছে তৃণমূল পরিচালিত বেওতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য হিরু প্রামানিক সহ তার দলবল | হিরু এলাকায় ভাঙড়ের দ্বোদন্ড প্রতাপ তৃণমূল নেতা আরাবুল ইসলামের অনুগামী বলেই পরিচিত | স্থানীয় মানুষের অভিযোগ আরাবুল ইসলামই বকলমে এই ভেড়ি গুলি দখলে রেখেছে | সমস্যা সমাধান না হলে আগামী দিনে বাসন্তী হাইওয়ে অবরোধ করে আন্দোলন করার হুমকি দেন তাঁরা | মৎস্যজীবীদের অভিযোগ, ভেড়ি থেকে কোনরকম আমরা টাকা তাঁরা পাচ্ছেন না | অথচ মাঝেমধ্যেই জাল ফেলে সমস্ত মাছ তুলে নিচ্ছে আরাবুলের অনুগামীরা বলে অভিযোগ| ভাঙ্গড় এর বিধায়ক তথা মন্ত্রী রেজ্জাক মোল্লাকে বিষয়টি জানিয়েছেন বলে মৎস্যজীবীরা দাবি করেন,কিন্তু তাতে কোনও সুরাহা হয়নি|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *