Breaking News

মুর্শিদাবাদে ফিরল সুতপা হত্যার স্মৃতি!ফোন করে ডেকে প্রেমিকাকে রাস্তায় এলোপাথাড়ি কোপ যুবকের

প্রসেনজিৎ ধর :-দু’বছর পর সুতপাকাণ্ডের পুনরাবৃত্তি ঘটল মুর্শিদাবাদে। এবার প্রেমিকাকে ফোন করে ডেকে এনে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ দিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানা এলাকায়। ঘটনার কিছু ক্ষণের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ভরদুপুরে প্রকাশ্যে এমন হাড়হিম করা ঘটনায়‌ থমথমে গোটা এলাকা। ইতিমধ্যে মৃতার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।সাবিয়া খাতুন মুর্শিদাবাদের দৌলতাবাদের বাসিন্দা। শনিবার বাড়ি ফেরার সময়ে তাঁর সঙ্গে ছিল বান্ধবী। অভিযোগ, সেই সময়েই মিঠু সরকার নামে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে সাবিয়াকে খুন করে। মিঠুর সঙ্গে সাবিয়ার প্রেমের সম্পর্ক ছিল। পুলিশ সূত্রের খবর, শনিবার সাবিয়াকে তাঁর প্রেমিক মিঠু ফোন করে ডেকে আনে। রাস্তায় দু’জনের মধ্যে বচসা শুরু হয়। এরপর কিছু বুঝে ওঠার আগে তরুণীকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মারতে শুরু করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সাবিয়া। সাবিয়ার সঙ্গে থাকা বান্ধবী ছুটে গিয়ে আশেপাশের লোকজনকে ডাকাডাকি শুরু করে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় সাবিয়া মাটিতে ছটফট করছেন। তড়িঘড়ি তরুণীকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এর মধ্যে অভিযুক্তের পরিবার সূত্রে খবর, ওই নাবালিকার সঙ্গে কয়েক বছরের সম্পর্ক ছিল মিঠুর। কিন্তু কয়েক মাস আগে তাঁদের সম্পর্কের অবনতি হয়। সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চেয়েছিল ওই নাবালিকা। এ নিয়ে দু’জনের মধ্যে অশান্তি হয়েছিল। কিন্তু সেখান থেকে যে এমন ঘটনা ঘটবে, কেউ কল্পনাই করতে পারেননি। পরিবারের এক সদস্য বলেন, ‘‘মানসিক অবসাদ থেকে ওই নাবালিকাকে খুন করে ফেলেছে মিঠু!’’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *