ইন্দ্রজিত মল্লিক:- কয়লা মাফিয়াদের মদত দিচ্ছে বিজেপি বলে অভিযোগ তৃণমূলের। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ওন্দাল বিমানবন্দর থেকে রাজ্যে নির্বাচনী সভা সেরে ফিরেছেন। সেই বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রীকে যাকে ফুল দিতে দেখা গেছে সেই জয়দেব খাঁ বলে এক বিজেপি নেতাকে। সেই জয়দেব খাঁ কয়লা পাচারের সাথে যুক্ত বলে অভিযোগ করেছে তৃণমূল। তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে ছবি ও করা করা বিমানবন্দরে গেছেন তার তালিকা প্রকাশ করেছে। তৃণমূলের তরফে মন্ত্রী শশী পাঁজা অভিযোগ করেছেন, “কে লক্ষ্মণ ঘরুই? কে ছিলেন রাজু ঝাঁ? কে জয়দেব খাঁ? এরা সবাই কয়লা পাচারের সঙ্গে যুক্ত! বিজেপি যোগসাজশ রয়েছে বলেই কয়লা পাচার করতে পারে।”
২০২২ সালে শক্তিগড়ে রাজু ঝাঁকে গাড়িতেই কয়েকজন আঁতোতাইদের গুলিতে ঝঁজরা হন। ২০২১ এর নির্বাচনের আগে বিজপিতে যোগ দিয়েছিলেন তিনি। তৃণমূলের মুখপাত্র তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, “ দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন তখন এঁরা বিজপিতে যোগদান করেছিলো।” কয়লা পাচার নিয়ে সিবিআই তদন্ত চলছে। বেশ কয়েকবার তলবও করা হয়েছিল অভিষেক ব্যানার্জিকে। তৃণমূলের এই অভিযোগের প্রেক্ষিতে বিজপি নেতা তথা বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ বলেন, “তৃণমূলে সবাই মাফিয়া।” তিনি অভিষেককে সরাসরি আক্রমণ শানিয়ে বলেন, “ অভিষেক ব্যানার্জি নিজেই মাফিয়া। গরু, কয়লা, পাথর, বালি চুরির সাথে যুক্ত। ওঁদের মুখে এসব কথা মানায় না।” শনিবার তৃণমূল এটাও অভিযোগ করে যে মাফিয়া যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুল দেয় তাহলে সিআইএফের সাহস নেই তাঁদের ধরার। পাল্টা দিয়েছেন সজল ঘোষ। সজল বলেন, “যে খাদানগুলো বন্ধ অথবা বেসরকারি সেখানে সিআইএফ কি করবে? মানুষকে বোকা মনে করছে তৃণমূল। এসব করে কিছুই হবে না।”