প্রসেনজিৎ ধর, কলকাতা :-মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে এবার পূর্ব মেদিনীপুর ও জঙ্গলমহল। আগামী ষষ্ঠ দফায় ২৫ মে ভোট হতে চলেছে জঙ্গলমহলে। আর সেই ভোটের দিকে লক্ষ্য রেখেই এবার প্রচারে নামছেন তৃণমূল সুপ্রিমো। ভোটের আগে টানা নির্বাচনী প্রচারে পূর্ব মেদিনীপুর ও জঙ্গলমহলের জেলাগুলিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, কাঁথি, খড়গপুর ও মেদিনীপুর শহরে রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৬ তারিখ থেকে ২৩ মে অর্থাৎ ষষ্ঠ দফা ভোটে প্রচারের শেষদিন পর্যন্ত খোদ তৃণমূল সুপ্রিমো এবং অভিষেক বন্দোপাধ্যায় |দুজনেই মেদিনীপুরের মাটিতে টানা জনসংযোগ করবেন বলে খবর। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ১৬ মে হলদিয়া, এগরা ও কাঁথিতে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । ওইদিন বিষ্ণুপুরে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো। পরেরদিন অর্থাৎ ১৭ তারিখ তমলুক রোড শো এবং হুগলিতে জনসভা অভিষেকের। ১৮ তারিখ জয়নগরের জনসভার পাশাপাশি নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে রোড শো করবেন প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় । পরদিন, ১৯ মে ঝাড়গ্রাম ও ঘাটালের দলীয় প্রার্থীদের হয়ে জনসভা রয়েছে তাঁর।এর পর ২২ তারিখ আবার নন্দীগ্রামে রোড শো রয়েছে অভিষেকের। আগামী ২৫ তারিখ মেদিনীপুর-সহ জঙ্গলমহলের মোট ৮ আসনে ভোট। ২৩ তারিখ প্রচারের শেষ দিন।প্রচারে বিশেষ নজরে অবশ্যই পূর্ব মেদিনীপুর ও জঙ্গলমহল।