দেবরীনা মণ্ডল সাহা:- মহাসমারোহে বারাণসী লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার আগে গঙ্গাস্নান সারেন প্রধানমন্ত্রী। এরপর বারাণসীর দশাশ্বমেধ ঘাটে পুজো দেন তিনি। পুজো দেন বারাণসীর কাল ভৈরব মন্দিরেও। পরে বেলা ১২টা নাগাদ মনোনয়ন জমা দিতে যান মোদী ।মঙ্গলবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে পাশে নিয়ে লোকসভা ভোটের মনোনয়নপত্র পেশ করলেন মোদী। এদিন মোদীর মনোনয়নে প্রস্তাবকদের তালিকাতেও ছিল নয়া চমক। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের প্রবীণ অধ্যাপক কৌশলকিশোর মিশ্র বলেন, প্রস্তাবকদের মধ্যে ব্রাহ্মণ, অন্যান্য অনগ্রসর শ্রেণি এবং দলিতকে রেখে সকল শ্রেণির ভোটবাক্সে হাত রাখার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী।মোদীর মনোনয়ন জমাকে কেন্দ্র করে সোমবার থেকেই যেন উৎসবের মুডে ছিল প্রাচীন মন্দির শহর কাশী। সকালে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী। দশাশ্বমেধ ঘাটে গিয়ে গঙ্গা আরতি করেন। বাবা কালভৈরব মন্দিরেও যান প্রধানমন্ত্রী। সেখান থেকে ৬ কিমি রোড শো করে জেলাশাসকের অফিসে পৌঁছন মোদী ও তাঁর সহকর্মী নেতারা। বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ছাড়াও একনাথ শিন্ডে, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, চন্দ্রবাবু নাইডু সহ বহু এনডিএ শরিক নেতাও উপস্থিত ছিলেন মোদীর কাছে। নিজেকে গঙ্গার পালিত পুত্র বলে আখ্যা দিয়ে মোদী বলেন, কাশীর সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক। যার সঙ্গে অন্য কারও তুলনা হয় না। বলেন, আজ মা গঙ্গা নে মুঝে গোদ লে লিয়া হ্যায়।২০১৪ সালে প্রথম বার বারাণসী থেকে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোদী। এই নিয়ে টানা তিন বার বারাণসী লোকসভা কেন্দ্র থেকে তিনি প্রার্থী হয়েছেন। বারাণসী কেন্দ্রে ভোটগ্রহণ ১ জুন, লোকসভা নির্বাচনের সপ্তম এবং চূড়ান্ত দফায়।
Hindustan TV Bangla Bengali News Portal