নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- সন্দেশখালির বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল ভাইরাল ভিডিও কাণ্ডে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এবার বসিরহাটের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্র হাইকোর্টের দ্বারস্থ হলেন। তাঁর বিরুদ্ধে কটা মামলা করেছে পুলিশ তা জানতে চেয়ে উচ্চ আদালতে মামলা করেছেন রেখা। পাশাপাশি হাইকোর্টের কাছে নিরাপত্তা এবং রক্ষাকবচ চেয়ে আবেদন করেছেন বিজেপি প্রার্থী। বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে। বসিরহাটের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্র হাইকোর্টের দ্বারস্থ হলেন। তাঁর বিরুদ্ধে কটা মামলা করেছে পুলিশ তা জানতে চেয়ে উচ্চ আদালতে মামলা করেছেন রেখা। পাশাপাশি হাইকোর্টের কাছে নিরাপত্তা এবং রক্ষাকবচ চেয়ে আবেদন করেছেন বিজেপি প্রার্থী। বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে।গত ৪ মে সকালে সন্দেশখালির একটি ভিডিও প্রকাশ্যে আসে। যা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়। তারপর থেকে বেশ কয়েকটি স্টিং অপারেশনের ভিডিও সামনে এসেছে। সংশ্লিষ্ট ভিডিওগুলিতে স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যায়, সন্দেশখালির ঘটনা সাজানো। ধর্ষণের অভিযোগও মিথ্যে।ভাইরাল একটি ভিডিওতে এও দাবি করা হয়েছে, রেখা পাত্র দু’হাজার টাকার বিনিময়ে পুলিশের কাছে ধর্ষণের মিথ্যে অভিযোগ দায়ের করেছিলেন। গোপন জবানবন্দিও দিয়েছিলেন তিনি। সন্দেশখালির স্টিং অপারেশন ভিডিও কাণ্ডে স্থানীয় এক ব্যক্তি গঙ্গাধর কয়াল এবং রেখার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। যে যে ভিডিও ভাইরাল হয়েছে তা সবই ভুয়ো, এমন দাবিতে কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন গঙ্গাধর কয়াল। বুধবার হাইকোর্টে মামলা করলেন রেখাও। তিনিও আইনি রক্ষাকবচ চেয়েছেন।