প্রসেনজিৎ ধর, কলকাতা :- ‘ইন্ডিয়া’ জোটে তৃণমূলের অবস্থানের স্পষ্ট ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অধিকারীদের গড় তমলুকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন, “অল ইন্ডিয়া লেভেলে আমরা বিরোধী জোট ইন্ডিয়া তৈরি করেছিলাম। আমরা জোটে থাকব। অনেকে আমাকে ভুল বুঝেছে।” বৃহস্পতিবার দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে তমলুকের সভায় মমতা বলেন ‘‘অল ইন্ডিয়া লেভেলে (সর্বভারতীয় স্তরে) আমরা বিরোধী জোট ‘ইন্ডিয়া’ তৈরি করেছিলাম। আমরা জোটে থাকব। অনেকে আমাকে ভুল বুঝেছে। আমি জোটে আছি। আমি ওই জোট তৈরি করেছি। আমি জোটে থাকবও। এখানকার সিপিএম নেই। এখানকার কংগ্রেস নেই। কিন্তু সর্বভারতীয় স্তরে আমরা জোটে থাকব। ভুল বোঝাবুঝির কোনও জায়গা নেই। ভুল খবর ছড়িয়েছে। এতে বিভ্রান্তি হচ্ছে। ’’বুধবার মমতা বলেছিলেন, “ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়ে, বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব। যাতে বাংলায় আমার মা-বোনেদের কোনও দিন অসুবিধা না হয়। ১০০ দিনের কাজে কোনও দিন অসুবিধা না হয়।’’ অর্থাৎ, কেন্দ্রে ‘ইন্ডিয়া’ সরকার গঠন করলে তৃণমূল সেই সরকারে যাবে না। তারা বাইরেই থাকবে। বাইরে থেকে সরকারকে সমর্থন দেবে। দলের সর্বোচ্চ নেত্রীর ওই বক্তব্যের ব্যাখ্যা তৃণমূলের অনেকেই দিতে পারছিলেন না। একাধিক প্রথম সারির নেতা মমতার ওই বক্তব্য নিয়ে বুধবার বিকাল থেকে গবেষণা শুরু করেছিলেন। বৃহস্পতিবার সেই ‘বিভ্রান্তি’ নিজেই দূর করতে চেয়েছেন মমতা।তৃণমূল নেত্রীর ওই বক্তব্য নিয়ে ময়দানে নেমেছে কংগ্রেস, সিপিএম। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, ‘‘উনি জোট থেকে পালিয়ে গিয়েছেন! ওঁর কোনও কথায় আমি ভরসা করি না। এখন দেখছেন হাওয়া বদলাচ্ছে, তাই এ দিকে ভিড়তে চাইছেন। বিজেপির দিকে পাল্লাভারী দেখলে ও দিকে যাবেন।’’ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য, ‘‘আমরা তো গোড়া থেকেই বলছি, বিজেপি-বিরোধী লড়াইয়ে মমতার কোনও বিশ্বাসযোগ্যতা নেই। এই দোদুল্যমানতা স্পষ্ট করে দিয়েছে, আসলে উনি বিজেপিকে বার্তা দিয়েছেন, ভাইপো যেন ভিতরে না যায়। দু’নৌকোয় পা দিয়ে চলতে চাইছেন।’’ বাম-কংগ্রেসের বক্তব্য ছিল যে, মমতা দু’দিকই খোলা রাখতে চাইছেন। মমতার বক্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাল্টা মন্তব্য, ‘‘ওঁর (মমতার) সহায়তা আর স্যান্ডো গেঞ্জির বুকপকেট একই ব্যাপার!’’