দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দিঘার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। সেই দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, মৃতদের পরিবারের পাশে আছে রাজ্য সরকার। আর্থিক সাহায্যও করা হবে। নির্বাচনীবিধি কার্যকর থাকায় সরাসরি আর্থিক সাহায্যের ঘোষণা করতে পারেননি তিনি।কাঁথিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শোর দিনেই ভয়াবহ দুর্ঘটনা। এক যাত্রীবাহী বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল দিঘাগামী পর্যটক বোঝাই একটি গাড়ি। ১১৬ বি জাতীয় সড়কের মারিশদা থানার দইসই বাসস্ট্যান্ড সংলগ্ন এই দুর্ঘটনা হয়। পর্যটক বোঝাই গাড়ির ৪ জন সওয়ারির মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছয় মারিশদা থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ দিঘা থেকে কলকাতাগামী একটি যাত্রীবাহী বাস মারিশদার দইসাইয়ের কাছে উল্টো দিক থেকে আসা একটি গাড়িকে ধাক্কা মারে। ঘটনার সময় দুটি গাড়ির গতি তীব্র ছিল, তাই দুর্ঘটনার তীব্রতা ভয়াবহ আকার নেয়। ধাক্কায় পর্যটক সহ গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। গাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থা আটকা পড়েন চার পর্যটক। ঘটনাস্থলেই মারা যান তাঁরা। বাসটিরও একাধিক যাত্রী আহত হয়েছেন।দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করে মারিশদা থানা নিয়ে যাওয়া হয়েছে। আহত বাসের যাত্রীদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ রাস্তায় যানজটের সৃষ্টি হয়।মরিশদা থানার পুলিশ এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে।দুঘর্টনার বিভৎসতা দেখে হতবাক পুলিশও । মুখোমুখি সংঘর্ষের জেরে গাড়ির সামনের অংশ বাসের নিচে ঢুকে যায়। মৃত পর্যটকদের দেহ বার করতে গ্যাসকাটার আনতে হয়। তবে বাসটি চালক পলাতক। তাঁর খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।
এই ঘটনায় এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে মমতা লেখেন, “জেনে মর্মাহত হয়েছি যে, আজ সকালে পূর্ব মেদিনীপুরের মারিশদায় একটা পথ দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আমি নিহতদের পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব- সকলকে আমার আন্তরিক সমবেদনা জানাই।” সঙ্গে জানান, জেলা প্রশাসন সমস্ত সাহায্য করবে, সব ব্যবস্থা নিচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। পরিশেষে তাঁর সংযোজন, “আমি আর একবার স্বজনহারাদের আমার সমবেদনা জানাই। মনে রাখবেন, রাজ্য সরকার আপনাদের পাশে আছে।”