দেবরীনা মণ্ডল সাহা :-ভয়ঙ্কর দুর্ঘটনা, জাতীয় সড়কে উলটে গেল শিলিগুড়িগামী সরকারি ভলভো বাস। ঘটনায় মৃত্যু হয়েছে ২ যাত্রীর। এছাড়াও, জখম হয়েছেন ১৫ থেকে ২০ জন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার মনোরা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। একই সঙ্গে তাদের পরিবারকেও খবর দেওয়া হয়েছে। এদিনের ঘটনার জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।মৃত দুই মহিলার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার যাত্রীবাহী বাসটি কলকাতা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। বাসটির গতি অনেক বেশি ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ডালখোলা পেরিয়ে মনোরা এলাকায় পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উলটে যায় বাসটি । সেই সময় অধিকাংশ যাত্রী ঘুমে তন্দ্রাচ্ছন্ন ছিলেন।বাসটি উলটে যেতেই রাস্তায় ছিটকে পড়েন রীতা বিশ্বাস (৩৫) এবং ইন্দ্রাণী রায় (৪০) নামে দুই মহিলা। কিছু বোঝার আগেই বাসে চাপা পড়ে প্রাণ হারান তাঁরা। রীতা বিশ্বাস কলকাতার সিঁথির মোড়ের বাসিন্দা। ইন্দ্রাণী রায় নাকতলার বাসিন্দা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কানকি পঞ্চায়েতের প্রধান কৌসর আলম। তিনি জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে অভিযোগ তুলে বলেন, “কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছিল বাসটি। প্রতিদিন টোল দেওয়া সত্ত্বেও জাতীয় সড়কের বেহাল দশার জন্য দুর্ঘটনা। তাতে প্রাণ গেল দুজনের।” চাকুলিয়া থানার আইসি নয়ন মণ্ডল বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতাদের সঙ্গে থাকা নথি থেকে নাম, পরিচয় জোগাড় করা হয়। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।” দুর্ঘটনার পর চাঞ্চল্য ছড়ায় এলাকায়।এদিন উদ্ধার কাজকে কেন্দ্র করে রাস্তায় বেশ কিছুক্ষণ ধরে যানজট দেখা দেয়। পরে বাসটিকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
Hindustan TV Bangla Bengali News Portal