Breaking News

ষষ্ঠ দফার প্রচারে আবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-ষষ্ঠ দফার প্রচারের জন্য আবার পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল এবং সোমবার রাজ্যে মোট ছ’টি সভা করার কথা তাঁর। ষষ্ঠ দফায় যে কেন্দ্রগুলিতে ভোট রয়েছে, তার কয়েকটি কেন্দ্রে যাবেন।রাজ্যে ১৯ মে অর্থাৎ রবিবার মোদী তিনটি সভা করবেন। পুরুলিয়া, বিষ্ণুপুর এবং মেদিনীপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করবেন মোদী । এর পরে ২০ মে পঞ্চম দফা ভোট চলাকালীন কাঁথি, তমলুক এবং ঘাটাল লোকসভা কেন্দ্রকে সামনে রেখে হলদিয়া এবং ঝাড়গ্রামে আরও দুটি সভা করবেন নরেন্দ্র মোদি।বিজেপি প্রার্থীদের সমর্থনে এখনও পর্যন্ত এ রাজ্যে মোট ১৬ টি সভা করেছেন নরেন্দ্র মোদি। ১৯ এবং ২০ তারিখের সভায় মোদি মোট প্রচার করবেন ৬টি লোকসভা কেন্দ্রে, যার মধ্যে রয়েছে পুরুলিয়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, কাঁথি, তমলুক এবং ঘাটালে। এই কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ ২৫ মে। এর মধ্যে তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ, পুরুলিয়ায় জ্যোতির্ময় সিংহ মাহাতো, কাঁথিতে সৌমেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল ঘাটালে হিরণ বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে লড়বেন।ষষ্ঠ দফায় রাজ্যের মোট আটটি কেন্দ্রে ভোট রয়েছে। এর মধ্যে রবি এবং সোমবারের মধ্যে সাতটি কেন্দ্রেই প্রচার করে ফেলছেন প্রধানমন্ত্রী। বাকি থাকছে কেবল কাঁথি। সেখানে বিজেপি এবার প্রার্থী করেছে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে। তাঁর সমর্থনে প্রচারের জন্য মোদী পরে আবার রাজ্যে আসবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। চলতি লোকসভা নির্বাচনে সাত দফায় ভোট হচ্ছে বাংলায়। প্রচারের জন্য প্রতি দফাতেই রাজ্যে আসছেন মোদী। একসঙ্গে চার থেকে পাঁচটি করে সভা করছেন। কিছুদিন আগেও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় এক দিনে মোট চারটি সভা করে গিয়েছেন তিনি। রবিবার আবার বাংলায় আসছেন তিনি। তবে প্রধানমন্ত্রীর এই সফরসূচির কথা জানা গিয়েছে রাজ্য বিজেপির সূত্র মারফত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *