Breaking News

রোজভ্যালি মামলায় ‘ফাইনাল’ চার্জশিট দিল সিবিআই, এই মামলায় নাম জড়াল দেবের!

নিজস্ব সংবাদদাতা :- রোজভ্যালি মামলায় নাম জড়াল ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের। ইতিমধ্যেই চার্জশিট পেশ করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, পেশ করা ফাইনাল চার্জশিটে নাম রয়েছে দেবের। জানা গিয়েছে, রোজভ্যালির একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব। সেই কথা স্বীকার করে অভিনেতা বলেন, তিনি সেখানে পারফর্ম করতে গিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি ছাড়াও আরও অনেক তারকা ছিলেন সেই অনুষ্ঠানে। তবে এখনও পর্যন্ত এই মামলায় চার্জশিট পেশের পর দেবের কাছে কোনো নোটিশ আসেনি।দেব সোজাসাপটা বলেন, “হ্যাঁ গিয়েছিলাম। অভিনেতা হিসাবে পারফর্ম করেছিলাম৷ অনেকেই করেছিলেন৷’’ তিনি আরও বলেন, “ওইখানে আমি একা ছিলাম না। অনেকেই ছিলেন৷ এই ঘটনাটাও আজকের নয়। অনেকদিন আগের। আর এই নিয়ে আমার কাছে কোনও নোটিসও আসেনি। ওই ইভেন্টে আরও অনেক অভিনেতা ও অভিনেত্রী পারফর্ম করেছিলেন।”প্রসঙ্গত, এর আগে আর্থিক তছরূপ সংক্রান্ত এক মামলায় দেব দিল্লির ইডি অফিসে হাজিরা দিয়েছিলেন। হাজিরার পর বিদায়ী তৃণমূল সাংসদকে বলতে শোনা গিয়েছিল, “যে চুরি করে সে তো নিজে জানে চুরি করেছে। আমি কারোর এক টাকাও নিইনি। আমার ওই ভয় নেই।” এর পাশাপাশি গরু পাচার মামলাতেও নাম উঠে এসেছিল দেবের। ২০২২ সালে সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন দেব।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *