প্রসেনজিৎ ধর, হুগলি:- পঞ্চম দফার ভোটের দিন হুগলির ধনেখালিতে তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়৷ দু’জনেই দুজনকে ঘিরে চোর স্লোগান দিতে থাকেন৷ ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা তৈরি হয়৷ দু’পক্ষেরই সমর্থকরা জড়ো হয়ে যান৷ আধ ঘণ্টারও বেশি সময় ধরে এই পরিস্থিতি চলে৷ কোনওরকমে দু’পক্ষকে ঠেকিয়ে রাখে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশকর্মীরা৷ হুগলির ধনেখালিতে তুমুল উত্তেজনা। তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী। অসীমা পাত্রকে ‘চোর’ বলে কটাক্ষ করেন লকেট। পালটা বিজেপি প্রার্থীকে ‘ডাকাত’ বলে চিৎকার করতে থাকেন অসীমা।তৃণমূলের স্থানীয় বিধায়ক অসীমা পাত্র বলেন, “ওনারা তো ডাকাত। এখানে এসে নাটক করছেন কেন? ভালভাবে ভোট হচ্ছে দেখে এসেছেন ঝামেলা করতে। এতদিনে একবারও আসেননি।” তৃণমূল কংগ্রেসের দাবি, এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট চলছিল। সেই সময় লকেট চট্টোপাধ্যায় আচমকাই এলাকায় এসে পৌঁছন। কেন তিনি এসেছেন এই নিয়ে প্রশ্ন তোলেন অসীমার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের লোকজন। কার্যত সম্মুখ সমরে দেখা যায় লকেট-অসীমাকে। ভোট কেমন হচ্ছে,তা সরেজমিনে খতিয়ে দেখতে ধনেখালিতে পৌঁছন লকেট। গত লোকসভা নির্বাচনে ওই বুথেই লকেটের বিরুদ্ধে ইভিএম ভাঙার অভিযোগ ওঠে। ওই বুথের সামনেই বাড়ি বিধায়ক অসীমা পাত্রের। লকেট সেই বুথে পৌঁছতেই শুরু হয় অশান্তি। অভিযোগ, লকেটকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেন তৃণমূল কর্মী-সমর্থকরা। সেইসময় ঘটনাস্থলেই ছিলেন অসীমা পাত্র। বিজেপি কর্মী-সমর্থকরাও পালটা উত্তেজিত হয়ে পড়েন। দুপক্ষের মধ্যে বচসা বাঁধে। লকেট তৃণমূল বিধায়ক অসীমাকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান দিতে থাকেন। পালটা লকেটকে লক্ষ্য করে চিৎকার করতে শুরু করেন অসীমা পাত্র। তাঁকে পালটা ‘ডাকাত’ বলে আক্রমণ করেন তৃণমূল বিধায়ক। লকেট অশান্তি করতে ওই এলাকায় আসেন বলেই দাবি অসীমা পাত্র। বেশ কিছুক্ষণ ধরে চলে চোর-ডাকাত তরজা। কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।