নিজস্ব সংবাদদাতা, মালদহ :- রোজগারের আশায় ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নিখোঁজ এক যুবক।ভাইকে ফিরে পেতে হন্যে হয়ে ঘুড়ে বেরোচ্ছে দাদা সেখ আসরাফ।জানা গেছে নিখোঁজ যুবকের নাম সেখ আইবুল।বাড়ি পুখুরিয়া এলাকায়। আরো জানা গেছে রোজগারের তাগিদে বিগত কয়েক মাস আগে ভিন রাজ্য অর্থাৎ দিল্লী পাড়ি দেয় যুবক।তার অনান্য সঙ্গীরা বাড়ি ফিরে আসলে বাড়ি ফিরে আসেনি সেখ আইবুল।বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও কোন সন্ধান মিলেনি ওই যুবকের।তাই নিজের ভায়ের খোঁজে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন তার দাদা। কোন সন্ধান না পেয়ে প্রশাসনের দ্বারস্থ হন নিখোঁজ যুবকের পরিবার। পুখুরিয়ায় থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal