প্রসেনজিৎ ধর :- মেদিনীপুরে মিঠুন চক্রবর্তীর রোড শো-তে তুলকালাম কাণ্ড ঘটে গেল। মঙ্গলবার মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের সমর্থনে মিঠুন চক্রবর্তীর রোড শো ছিল। অভিযোগ, সেই সময়েই তৃণমূলের কর্মী সমর্থকেরা বোতল-ইট ছুড়তে থাকে। পুলিশের সামনেই ইটবৃষ্টি হয় বলে অভিযোগ বিজেপির। অগ্নিমিত্রা পালের সমর্থনে মঙ্গলবার সকাল সকাল মেদিনীপুরে পৌঁছন মিঠুন চক্রবর্তী| তাঁকে ফুল, মালায় স্বাগত জানান বিজেপি প্রার্থী । এদিন, মেদিনীপুরে জোড়া কর্মসূচি রয়েছে মিঠুনের । মেদিনীপুর শহরে রোড শো,তারপর পূর্ব মেদিনীপুরের এগরায় অগ্নিমিত্রার সমর্থনে সভা মিঠুনের । কিন্তু প্রথমেই রোড শোতে বিপত্তি বাঁধে । পোস্টার হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা । বন্যপ্রাণ রক্ষা নিয়ে লেখা ছিল পোস্টারে । হঠাৎই মিছিলের মাঝে ইট ও জলের বোতল ছোড়া শুরু হয় বলে বলে অভিযোগ । তারপরই বচসা, হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি । পুলিশের সামনেই উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ । গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি । যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস । পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ । ফের রোড-শো শুরু করেন মিঠুন ।আগামী শনিবার ষষ্ঠ দফায় মেদিনীপুর কেন্দ্রে ভোট। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী জুন মালিয়া সঙ্গে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পলের লড়াই। দুজনেই সেলিব্রিটি। তাই প্রথম থেকেই নজরে এই কেন্দ্র।
Hindustan TV Bangla Bengali News Portal