প্রসেনজিৎ ধর:-বিচারপতির পদ ছেড়ে নির্বাচনী রাজনীতিতে এসেছিলেন। আর এ বার নির্বাচন কমিশনের বিরুদ্ধেই বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার বিকেলে কলকাতা হাই কোর্টে এসে সরাসরি ভারতের জাতীয় নির্বাচন কমিশনের অর্ডারকে চ্যালেঞ্জ করেন তিনি। একই সঙ্গে বলেন, কমিশন তাঁকে যে ভাবে ‘কলঙ্কিত’ করেছে এবং তাঁর ‘মানহানি’ করেছে, তার বিরুদ্ধেও আলাদা পদক্ষেপ করবেন।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘কুকথা’ বলার জেরে তমলুকের বিজেপি প্রার্থীকে ‘সেন্সর’ করেছে নির্বাচন কমিশন। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ বুধবার বিকাল ৫টায়। একই সঙ্গে চার পাতার চিঠিতে প্রাক্তন বিচারপতিকে তীব্র ভর্ৎসনা করা হয়েছে কমিশনের তরফে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে কমিশন লিখেছিল, “পশ্চিমবঙ্গ রাজ্যে যেখানে মহিলাদের সম্মান করার স্বতন্ত্র ঐতিহ্য রয়েছে, সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যবহৃত শব্দ বাংলার মর্যাদা ক্ষুণ্ণ করেছে, ভাবমূর্তিরও ক্ষতি করেছে।”কমিশনের নোটিস হাতে পাওয়ার পরই অভিজিৎ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেন। চার পাতার চিঠিতে যে মন্তব্য করা হয়েছে সেই মন্তব্যকে অবমাননাকর বলে মনে করছেন প্রাক্তন বিচারপতি। তাঁর বক্তব্য ছিল, “অন্য লোকের মান আছে। রেখা পাত্রের মান নেই, আমার মান নেই, তা তো হতে পারে না!” বুধবার হাই কোর্টে গিয়ে কমিশনের বিরুদ্ধে মামলা করে এসেছেন তিনি।