দেবরীনা মণ্ডল সাহা:-মঙ্গলবার কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়াবাড়িতে হানা দেয় পুলিশ। যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। বুধবার পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থও হয়েছেন তিনি। আর এবার শুভেন্দুর বাড়িতে পুলিশি হানা নিয়ে বাংলায় এসে কড়া প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বললেন, “শুভেন্দুর উপর অত্যাচার যত করবেন, বিজেপি ততই তাঁকে বড় নেতা বানাবে।” বুধবার কাঁথিতে দলীয় প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে জনসভা করেন অমিত শাহ। এদিন কাঁথির ইটাবেড়িয়ার মাঠে হাইভোল্টেজ এই সভা থেকেই শুভেন্দুর পাশে থাকার বার্তা দেন অমিত শাহ। কাঁথির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ডাক দেন অমিত শাহ। বললেন, ‘এবার মমতার এমন হাল করুন, যাতে দ্বিতীয় অপশন না থাকে। ‘ মুখ্যমন্ত্রী বলেন, “বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে মমতাদিকে শুভেন্দুদা হারিয়েছে। কলকাতায় উপনির্বাচনে জয়লাভ করে মুখ্যমন্ত্রী হয়েছেন। এবার এমন অবস্থা করুন যাতে দ্বিতীয় অপশন না পায়।” মমতাকে হুঁশিয়ারি দিয়ে অমিত শাহ সরাসরি বলে যান, “কাঁথিতে দাঁড়িয়ে বলে গেলাম, বাংলায় যদিও বা এক-দুটো আসন পেতেন, এই পুলিশি অত্যাচার জারি থাকলে তা-ও পাবেন না।’’ অমিত শাহ সরাসরি বলে যান, বাংলায় ৩০-৩৫টা আসন বিজেপি পেলেই, তৃণমূলকে নিশ্চিহ্ন করা সম্ভব হবে।