Breaking News

২৪ লক্ষ! ভোটের আগের দিন এবার দাসপুরের বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার বিপুল টাকা,এলাকায় চাঞ্চল্য

ইন্দ্রজিত মল্লিক:- ষষ্ঠ দফা নির্বাচনের আগে একাধিক বিজেপি নেতার কাছ থেকে লক্ষাধিক টাকা উদ্ধারের খবর ইতিমধ্যে সামনে এসেছে। এবার তাঁদের লিস্টে নাম লেখালেন দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেরার। তাঁর কাছে থেকে উদ্ধার হয়েছে আনুমানিক ২৪ লক্ষ টাকা! 
রাত পোহালেই ঘাটাল লোকসভায় নির্বাচন। দাসপুর থানার খুকুড়দা এলাকায় নাকা চেকিং-এর সময় পুলিশ এই টাকা উদ্ধার করেছে। শুক্রবার সকালে বিজেপি নেতার প্রসান্ত বেরার গাড়ি থেকে লক্ষ্যাধিক টাকা উদ্ধার হয়। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, ওই টাকার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বিজেপি নেতা। এছাড়া উদ্ধার হওয়া টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সে ব্যাপারেও কেউ মুখ খুলছে না। প্রসঙ্গত, এই বিজপি নেতা প্রশান্ত বেরা ২০২১ সালে বিজেপির টিকিটে দাশপুর থেকে নির্বাচনে লড়েছিলেন।
এই ঘটনায় তৃণমূল দাবি করেছে, ভোটের সময়ে বিভিন্ন এলাকায় বিলি করে ভোট কেনার চেষ্টা করছে বিজেপি। এই টাকা সেই কাজেই ব্যবহার করা হত। পুলিশ চেকিংয়ে তা ধরা পড়ে গেছে। তবে বিজেপির দাবি, তাঁদের নেতা-কর্মীদের ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আর এর নেপথ্যে আছে তৃণমূল।  মালদহে পরপর টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল বাংলায়। গত ২৯ এপ্রিল মালদহে শান্তনু ঘোষ নামের এক বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার হয়েছিল ১ লক্ষ ৯৫ হাজার টাকা। এরপর, ১ মে মালদহের রতুয়ায় এক বিজেপি নেতার কাছ থেকে প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। টাকা উদ্ধারের ভিডিও দেখিয়েছিল তৃণমূল। এরপর সম্প্রতি একটি হোটেলে অভিযান চালিয়ে মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের ‘ঘনিষ্ঠ’ সমিত মণ্ডলের কাছ থেকে উদ্ধার হয় ৩৫ লক্ষ টাকা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *