দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এখন থেকে বেশি রাতেও পাওয়া যাবে মেট্রো পরিষেবা। এত দিন দমদম এবং কবি সুভাষ থেকে দিনের শেষ মেট্রো ছাড়ত রাত ৯টা ৪০ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে এবং দক্ষিণেশ্বরের উদ্দেশে শেষ মেট্রো ছাড়ত তার মিনিট দশেক আগে। তবে শুক্রবার রাত থেকেই বিশেষ পরিষেবা চালু করছেন মেট্রো কর্তৃপক্ষ। আপাতত সোম থেকে শুক্রবার চলবে বিশেষ ওই পরিষেবা। এবং এই মুহূর্তে এই পরিষেবা দেওয়া হবে পরীক্ষামূলক ভাবে।বেশি রাতে মেট্রো পরিষেবা চালু রাখার জন্য মেট্রো কর্তৃপক্ষের কাছে অনেক দিন ধরেই অনুরোধ আসছিল যাত্রীদের পক্ষ থেকে৷এবার যাত্রীদের দাবি মেনে পরীক্ষামূলক ভাবে বেশি রাত পর্যন্ত পরিষেবা শুরু করতে চলেছে মেট্রো রেল৷ মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আজ, শুক্রবার থেকে রাত ১১টায় আপ এবং ডাউন লাইনে কবি সুভাষ ও দমদম থেকে শেষ মেট্রো ছাড়বে৷ যাত্রাপথে সমস্ত স্টেশনেই থামবে এই ট্রেন দুটি৷কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, যাত্রীদের সুবিধায় সব স্টেশনেই একটি করে টিকিট কাউন্টার এবং একটি করে টোকেন এবং স্মার্ট গেট খোলা থাকবে৷ পরীক্ষামূলক এই পরিষেবায় ভাল সাড়া মিললে পাকাপাকি ভাবে এই পরিষেবা চালু করা হবে৷ যাত্রীদেরকে নতুন পরিষেবা সম্পর্কে জানাতে স্টেশনে স্টেশনে ঘোষণাও করা হবে৷তবে নতুন এই পরিষেবা সোমবার থেকে শুক্রবার পর্যন্তই পাওয়া যাবে৷ শনি এবং রবিবার আগের মতোই রাত ৯.৪০ মিনিটে কবি সুভাষ এবং দমদম থেকে শেষ মেট্রো ছাড়বে৷ দিনের প্রথম মেট্রো ছাড়ার সময়ও অপরিবর্তিত থাকছে৷