দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রাজ্যে অব্যাহত রেমাল দুর্ভোগ। ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য সরকার। ভোট মিটলেই স্বজনহারা এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের । সোমবার X হ্যান্ডেলে পোস্ট করে একথা জানান তিনি।নিজের ফেসবুক হ্যান্ডেলে এদিন দুপুরে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘এবারও সাইক্লোন রেমালের প্রভাবে আমাদের রাজ্যে প্রচুর ক্ষয়ক্ষতি হল ও হচ্ছে। কিন্তু সবার উপরে মানুষের জীবন। সৌভাগ্যক্রমে এবং অবশ্যই রাজ্য প্রশাসনের তৎপরতায় এবার জীবনহানি তুলনামূলকভাবে অনেক কম।’ ঝড়-বৃষ্টির দুর্যোগের মধ্যে যাঁরা নিজেদের কাছের মানুষকে হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বজনহারাদের আর্থিক সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি। পাশাপাশি যাঁদের ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে, তাঁদেরও পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মমতা।সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘নিহতদের নিকটজনের হাতে অবিলম্বে আর্থিক সহায়তা পৌঁছাবে। ফসলের ও বাড়িঘরের যা ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণের বন্টন আইন-মোতাবেক প্রশাসন এখনই দেখে নেবে এবং নির্বাচনের আচরণবিধি উঠে গেলে আমরা এই সব বিষয় আরও গুরুত্ব দিয়ে পুরোটা বিবেচনা করব।’ মমতা লিখেছেন, ‘আমি বিশ্বাস রাখি, সকলের সহযোগিতায় এই ঝড়ও আমরা কাটিয়ে উঠব। আমি জানি, এই দুর্যোগে আপনারা চিন্তিত। আমরাও চিন্তিত। কিন্তু ভয় পাবেন না, চিন্তা করবেন না।’
এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা ১৪০০ আশ্রয় শিবিরে দুই লাখ মানুষকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।প্রসঙ্গত, রবিবার রাতে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল। এখনও চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বইছে ঝোড়ো হাওয়া। সোমবার বিকেলের পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে বলে খবর। মঙ্গলবার তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, মেমারি, নামখানা, মহেশতলা, পানিহাটিতে মোট ৬ জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। ভেঙেছে একাধিক কাঁচাবাড়ি। ক্ষয়ক্ষতি হয়েছে ফসলেরও। তা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিকে আবার মমতাকে পাল্টা কটাক্ষ করে বিজেপি নেতা অমিত মালব্য দাবি করেছেন, মুখ্যমন্ত্রী বা তাঁর মন্ত্রিসভার সদস্যরা কিছুই করেননি। মাঠে-ময়দানে নেমে মানুষের পাশে দাঁড়াতে যা করার এনডিআরএফ ও বিজেপি নেতারাই করেছে বলে এক্স হ্যান্ডেলে দাবি করেন মালব্য।