প্রসেনজিৎ ধর :-সংবাদমাধ্যম বিজেপির নির্বাচনী বিজ্ঞাপন দেওয়া নিয়ে আপত্তি ছিল তৃণমূলের। এ নিয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। দলের বিরুদ্ধে অপমানজনক বিজ্ঞাপন নিয়ে কলকাতা হাইকোর্টে তৃণমূলের করা মামলায় সুবিধা করতে পারেনি বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে গিয়েছিল বিজেপি। এবার তারা সুপ্রিম কোর্টের বড় ধাক্কা খেল। সেখানে বিজেপির করা মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।সুপ্রিম কোর্ট এই মামলায় জানিয়েছে, কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তাতে তারা কোনও ভাবেই হস্তক্ষেপ করবে না। একই সঙ্গে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে বিজ্ঞাপন দিয়েছিল বিজেপি, তা প্রাথমিকভাবে ‘অপমানজনক’ বলে মনে করছে শীর্ষ আদালত। বিচারপতি জে কে মাহেশ্বরী এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের অবসরকালীন বেঞ্চের পর্যবেক্ষণ এমনই। কলকাতা হাইকোর্টের জানিয়েছিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তৃণমূলের বিরুদ্ধে এইরকম কোনও বিজ্ঞাপন আর প্রকাশ করতে পারবে না বিজেপি। সেই রায়ও বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। দুই বিচারপতি এই রায় দিয়ে বলেছেন, বিজ্ঞাপনগুলি দেখা হয়েছে এবং তা দেখে বলাই যায় সেগুলি অপমানজনক। তাই যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা বহাল রাখা হচ্ছে। বিজেপির এই বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ নির্বাচন কমিশনেরও সমালোচনা করেছিল। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের পর্যবেক্ষণ ছিল, কমিশন চাইলে আগেই এই ব্যাপারে হস্তক্ষেপ করতে পারত। তবে বিজেপির দাবি ছিল, বিজ্ঞাপন কাণ্ডে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ করেছিল কমিশন। তাই আদর্শ আচরণবিধি থাকাকালীন কী ভাবে আদালত কমিশনের কাজে হস্তক্ষেপ করতে পারে, সেই প্রশ্ন তুলেছিল বিজেপি। যদিও সিঙ্গল বেঞ্চের পর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েও তারা ধাক্কা খায়।
Hindustan TV Bangla Bengali News Portal