প্রসেনজিৎ ধর, কলকাতা :-দমদম লোকসভা কেন্দ্রে সিপিএম এবং বিজেপির ‘সেটিং’ হয়েছে। বারুইপুরের একটি সভা থেকে বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে বারুইপুরে প্রচারসভা ছিল মমতার। সেখান থেকেই দমদম কেন্দ্রে বাম-রাম সেটিং নিয়ে সরব হন তিনি। দমদম লোকসভা তিন হেভিওয়েটের লড়াই। ওই কেন্দ্রে তৃণমূলের সৌগত রায়, কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী সুজন চক্রবর্তী এবং বিজেপির হয়ে লড়াই করছেন শীলভদ্র দত্ত। সেখানে তৃণমূলকে হারাতে লাল ও গেরুয়া শিবিরের মধ্যে ‘চুক্তি’ হয়েছে বলে দাবি করেছেন মমতা। যেখানে বামেদের ভোট বিজেপিতে যাবে বলে আঁতাত করেছে দুই শিবির। শুধু দমদম নয়, আঁতাত হয়েছে বরানগরেও। ১ জুন লোকসভা ভোটের পাশাপাশি রয়েছে বরানগরের বিধানসভা উপনির্বাচনও। সেই কেন্দ্রের বিজেপি প্রার্থী সজল ঘোষকে জেতাতে বাম ভোট রামে যাবে বলে মনে করছেন তৃণমূল সুপ্রিমো। মমতার কথায়, “একটা কথা শুনছিলাম, কিছু কিছু আসনে সেটিং হয়েছে। এর মধ্যে দমদম। যেখানে সিপিএমের এক বর্ষীয়ান নেতা দাঁড়িয়েছেন। তাঁর সঙ্গে বিজেপির কথা হয়েছে। লোকসভা ভোটে সব ভোট সিপিএম বিজেপিকে দেবে। আর একটা আসনে বিধানসভা ভোট আছে, বরানগর, সেখানে সিপিএমের ভোটটা বিজেপিতে আসবে।” এ কথা শুনে দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী প্রশ্ন তুলেছেন, দমদমে এসে কেন এ কথা বললেন না মমতা। তিনি বলেন, “দমদমে এতগুলো সভা করলেন সেখানে তো বলেননি। হঠাৎ যাদবপুরে গিয়ে বলতে হচ্ছে কেন। এর পিছনে কোনও গভীর অঙ্ক আছে নাকি!” সুজন মনে করিয়ে দিয়েছেন, বাম জমানায় রাজ্যে খাতা খুলতে পারেনি বিজেপি। অন্যদিকে, বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের দাবি, মমতা বুঝে গিয়েছেন যে দমদমে এবার তৃণমূলের হার নিশ্চিত।