দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রেশন দুর্নীতির মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠাল ইডি। ইডি সূত্রে খবর, ৫ জুন তাঁকে ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, এই মুহূর্তে ব্যক্তিগত কাজে আমেরিকায় রয়েছেন ঋতুপর্ণা। রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইডি। এরপর সেই একই মামলায় নাম জড়াল অভিনেত্রীর।রেশন দুর্নীতির টাকা অভিনেত্রীর সংস্থায় গিয়েছে। সেই কারণে ইডির তলব বলে সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। উল্লেখ্য, তবে এই প্রথম নয় এর আগেও ইডি তলব করেছিল অভিনেত্রীকে। সেই সময় রোজভ্যালি সংক্রান্ত একটি মামলায় ডেকে পাঠানো হয় তাঁকে। ২০১৯ সালে এই চিটফান্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান হয়। তদন্তকারী সংস্থার দাবি, রোজভ্যালির একাধিক অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী। প্রশ্ন উঠেছিল সেই সময় তাঁর কিছু বিদেশ ভ্রমণের অর্থের উৎস নিয়ে। পাঁচ বছর পর ফের তলব করা হল তাঁকে। তবে এবার রেশন দুর্নীতি মামলায় ডেকে পাঠানো হয়েছে।ইডি সূত্রে খবর, সাক্ষী হিসেবে তলব করা হয়েছে অভিনেত্রীকে। বেশ কিছু প্রশ্নের উত্তর চান তদন্তকারীরা। তার উত্তর খুঁজতেই তলব ঋতুপর্ণা সেনগুপ্তকে। অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করে রেশন দুর্নীতির আরও শিকড়ে পৌঁছতে চাইছেন তদন্তকারীরা। লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পরদিন-ই তলব অভিনেত্রীকে। বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয়েছে তাঁকে। ইডি সূত্রে খবর, তদন্তকারীদের আতস কাঁচের তলায় কিছু লেনদেন। যে লেনেদেনের নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। সেই কারণেই অভিনেত্রীকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় এখনও জেলে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতির মামলার জাল আরও কতদূর ছড়িয়ে তা জানতে তৎপর ইডি।