Breaking News

ইন্ডিয়া জোটের বৈঠকের পরদিনই অখিলেশের বাসভবনে অভিষেক !দিল্লিতে অভিষেকের বাড়িতে গেলেন আপ শীর্ষনেতা সঞ্জয় আর রাঘব

প্রসেনজিৎ ধর :- সমাজবাদী পার্টি (এসপি)-র নেতা অখিলেশ সিং যাদবের বাড়িতে গিয়ে বৈঠকের পরেই ফের বৈঠকে বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আম আদমি পার্টি (আপ)-র সঙ্গে। বৃহস্পতিবার বেলার দিকে দিল্লিতে অভিষেকের বাড়িতে যান অরবিন্দ কেজরীওয়ালের দলের দুই শীর্ষনেতা সঞ্জয় সিংহ এবং রাঘব চড্ডা। তিন নেতা বৈঠক করেন। তবে দু’টি বৈঠক প্রসঙ্গে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এগুলি ‘সৌজন্যমূলক সাক্ষাৎ’|বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে ছিল ইন্ডিয়া জোটের বৈঠক। উপস্থিত ছিলেন জোটের প্রায় সব দলের প্রতিনিধিরা। আর তার পরের দিন বৃহস্পতিবার সকালেই সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের বাসভবনে হাজির হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ হঠাৎই দিল্লিতে অখিলেশের বাড়ি পৌঁছে যান অভিষেক। বাড়ির প্রবেশদ্বারের বাইরে বেরিয়ে অভিষেককে স্বাগত জানান মুলায়ম-পুত্র। কাঁধে হাত রেখে নিয়ে যান বাড়ির ভিতরে। তার পর দুই নেতার মধ্যে প্রায় ৪০ মিনিট ধরে বৈঠক হয়। তবে বৈঠকের নির্যাস নিয়ে দু’পক্ষই কিছু জানায়নি। অভিষেকের সঙ্গে ছিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনও। আঞ্চলিক শক্তিগুলোকে জোটবদ্ধ হওয়ার কথা বারবার বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, শুধু অখিলেশ-অভিষেকের বৈঠকের পাশাপাশি এদিনই আপ সাংসদ রাঘব চাড্ডার বাড়িতে উপস্থিত হয়েছিলেন শিব সেনার সঞ্জয় রাউত। এরপরা অভিষেকের বাড়িতে যান আপ নেতা রাঘব চাড্ডা ও সঞ্জয় সিং। সেই কারণেই জল্পনা বেড়েছে আরও।সূত্রের খবর, ইন্ডিয়া জোটের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কেন্দ্রের সরকার গঠনের জন্য কোনও দাবি জানাবে না। এখনই সরকার গঠনের জন্য চেষ্টা না করে ঠিক সময়ের জন্য অপেক্ষা করা হবে- সূত্রের খবর বৈঠকে এই সিদ্ধান্তে একমত হয়েছে ইন্ডিয়া জোটের শরিক দলগুলি। রাহুল গান্ধী মন্তব্য করেছেন, মোদি ব্র্যান্ড শেষ, মানুষ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রায় দিয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা হাতে নেই বলে মত দিয়েছেন শরদ পওয়ার। সূত্রের খবর, একই কথা বলেছেন আরজেডির তেজস্বী যাদব। ইন্ডিয়া জোটকে সরকার গড়তে হলে নীতীশ-নায়ডুর সঙ্গে কথা বলা দরকার, মত শিব সেনা উদ্ধব শিবিরের সঞ্জয় রাউতের। সূত্রের খবর, অখিলেশ উল্লেখ করেছিলেন ঠিক সময়ের জন্য। তিনি জানিয়েছেন, মোদী ব্র্যান্ডকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তবে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা উচিত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *