দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- লোকসভা ভোটের ফলাফল প্রকাশ হতে না হতেই বাংলায় দিকে দিকে মিলেছে অশান্তির খবর। এই ইস্যুতে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। ভোট পরবর্তী হিংসা মামলায় কড়া আদালত | রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা আদালতের। বাংলার ক্ষেত্রে ভোট পরবর্তী হিংসা কোনও অপরিচিত শব্দ নয়, মন্তব্য বিচারপতি কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চের।রাজ্যে ক’টি ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ এসেছে এবং ক’টি ক্ষেত্রে এফআইআর দায়ের করেছে পুলিশ এবং কী পদক্ষেপ করা হয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট দেবেন রাজ্যের ডিজি, এমনটাই নির্দেশ আদালতের।এফআইআর দায়ের সঙ্গে সঙ্গে সেটা রাজ্য পুলিশের ওয়েবসাইটে আপলোড করতে হবে। এই নির্দেশও দেওয়া হয়েছে আদালতের তরফে। একইসঙ্গে এফআইআর হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজন পড়লে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পদক্ষেপ করবে। ‘আমরা রাজ্যের সমস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।’ স্পষ্ট মন্তব্য আদালতের। ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে এদিন বারবার উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় আদালতকে। ‘এ রাজ্যের ক্ষেত্রে ভোট পরবর্তী সন্ত্রাস কোন অপরিচিত শব্দ নয়। সরকার যদি রাজ্যবাসীর জীবনরক্ষায় ব্যর্থ হয় তাহলে আদালত উপযুক্ত নির্দেশ দেবে।’ এদিন এ মন্তব্যও করেছেন বিচারপতি। এদিন বিচারপতির পর্যবেক্ষণ, “এরাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস কোনও অপরিচিত শব্দ নয়। সরকার যদি রাজ্যবাসীর জীবনরক্ষায় ব্যর্থ হয়, তাহলে আদালত উপযুক্ত নির্দেশ দেবে। আমরা রাজ্যের সমস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।”