Breaking News

‘১০ বছরে ১০০ পেরোয়নি কংগ্রেস’, এনডিএ নেতা হয়েই বিরোধীদের তোপ মোদীর!আরও দশ বছর ক্ষমতায় থাকবেন দাবি মোদীর

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- চারশো পারের স্বপ্ন চূর্ণ হয়েছে৷ একক সংখ্যাগরিষ্ঠতাও পায়নি বিজেপি৷ শরিকদের ভরসায় সরকার গঠন করতে হচ্ছে৷ তবু সংসদে এনডিএ-র দলনেতা নির্বাচিত হয়েই মোদী বিরোধীদের তোলা নৈতিক পরাজয়ের দাবি উড়িয়ে দিলেন৷ বরং এদিন সংসদের সেন্ট্রাল হলে দাঁড়িয়ে তাঁর দাবি, ‘এবারের নির্বাচনে এনডিএ-র মহাবিজয় হয়েছে৷ জোর গলায় মোদী আরও বলেছেন, আমরা হারিনি, হারবও না৷’তৃতীয়বার এনডিএ নেতা নির্বাচত হয়েই কংগ্রেসকে তোপ দাগলেন নরেন্দ্র মোদী । হাত শিবিরকে একহাত নিয়ে তাঁর মন্তব্য, গত ১০ বছরে তো ১০০টি আসন জিততে পারেনি কংগ্রেস। তিনবারের লোকসভা মিলিয়ে হাত শিবির মোট যত আসন পেয়েছে, বিজেপি একাই ২০২৪ সালে সেই আসন পেয়েছে।২০২৪ লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর শুক্রবার সংসদীয় বৈঠকে বসে এনডিএ | সংসদের সেন্ট্রাল হলের সেই বৈঠকে জোটের নেতা নির্বাচিত হন মোদী । প্রথমেই জোটের প্রশংসা করেন তিনি। নমোকে এদিন বলতে শোনা গেল, “সরকার চালাতে প্রয়োজন হয় বহুমতের। দেশ চালাতে প্রয়োজন হয় সর্বমতের।” তবে লোকসভার প্রচারে বহু ব্যবহৃত ‘মোদী গ্যারান্টি’র উল্লেখ করেননি তিনি।কংগ্রেস-সহ বিরোধীদের আক্রমণ শানালেও তাদের মুসলিমদের তোষণের অভিযোগ নিয়ে একটি শব্দও খরচ করেননি। বরং আরও বেশি সতর্কভাবে জানালেন, কংগ্রেস বিদেশের মাটিতে দেশের অপমান করছে। এছাড়া দেশ চালাতে সর্বমতের কথা কার্যত প্রথমবার শোনা গেল ‘হবু’ প্রধানমন্ত্রীর মুখে। তিনি জানালেন, ‘সরকার চালাতে প্রয়োজন হয় বহুমতের। দেশ চালাতে প্রয়োজন সর্বমতের।’ অর্থাৎ শক্তি খোয়ানোর পর মোদি সরকারের তৃতীয় মন্ত্রিসভায় যে সর্বমতকে গুরুত্ব দেওয়া হবে সেটা স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন নরেন্দ্র মোদী |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *