Breaking News

স্থিতিশীল জাকির হোসেন, আজই অপারেশন মন্ত্রীর, বিস্ফোরণস্থলে তদন্ত শুরু সিআইডি-এর

নিজস্ব সংবাদদাতা :- বোমার আঘাতে আহত মন্ত্রী জাকির হোসেনকে ভোরেই নিয়ে আসা হল কলকাতায় | বৃহস্পতিবার ভোরে মুর্শিদাবাদ থেকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি করানো হয় শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেনকে| হাসপাতাল সূত্রে খবর, এখন তিনি স্থিতিশীল | তবে এদিনই অস্ত্রোপচার করা হবে তাঁর | তার বাঁ পায়ের গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত প্রচুর বোমার স্প্লিন্টার রয়েছে | সেগুলিকেই এদিন অস্ত্রোপচার করে বের করা হবে|অন্যদিকে নিমতিতা স্টেশনে বিস্ফোরণের তদন্তভার নিল সিআইডি| এদিন সকাল থেকেই নিমতিতা স্টেশনে বম্ব স্কোয়াডের সদস্যরা তদন্তে নেমেছে | যেহেতু এই স্টেশনে কোনও সিসিটিভি নেই| তাই বিভিন্ন মোবাইল ফুটেজ একত্রিত করে ঘটনার সময় কার কী পরিস্থিতি ছিল তা পর্যালোচনা করা হবে | সিআইডি আধিকারিক ও ফরেন্সিক টিম তাদের সঙ্গেও এই বিষয়ে সবরকম আলোচনা করবে | আপাতত যেখানে বোমা বিস্ফোরণ হয়, সেই এলাকা ঘিরে রাখা হয়েছে | এই ঘটনায় প্রত্যক্ষদর্শীদের দাবি ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়| তাঁদের বক্তব্য, স্টেশন চত্বরেই বোমা রাখা ছিল |আজ সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থল থেকে তথ্যপ্রমাণ সংগ্রহ করবে | মন্ত্রী জাকির হোসেনের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা সাড়ে দশটা থেকে জঙ্গিপুরের ওমরপুর ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হয়েছে তৃণমূলের নেতা-কর্মীরা | এই ঘটনার রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *