সৃজিতা মুখার্জি :-বোমার ঘায়ে জখম শ্রম-প্রতিমন্ত্রী জাকির হোসেনকে দেখতে এসএসকেএম-এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জাকিরকে দেখে জননেত্রী বলেন, “এটা অনেক বড় ষড়যন্ত্র। রেল এতবড় ঘটনার পরে কী করে গা ছাড়া দিচ্ছে জানি না। জাকিরের অবস্থা খারাপ, এখন অপারেশন থিয়েটারের রয়েছে। কয়েকজন পেশেন্টের অবস্থা দেখা যাচ্ছে না। যাঁরা জখম হয়েছেন তাদের ৫ লক্ষ টাকা দেব, অপেক্ষাকৃত কম জখমদের জন্য লক্ষ টাকা দেওয়া হবে। প্লাস্টিক সার্জারির দায়িত্বও নেবো। সত্যি ঘটনাটা খুঁজে বের করবে তিনটি দল।” হাসপাতালে ভর্তি আরো ছাব্বিশ জনের অবস্থাও খুব একটা ভালো নয়। প্রসঙ্গত, গতকাল রাতেই কলকাতায় আসার ট্রেন ধরার সময় বিস্ফোরণে আহত হন জাকির হোসেন সহ আরো বেশ কয়েক জন। তাদের অনেকেই এখন গুরুতর অবস্থায় হাসপাতালে রয়েছেন। এরপর কাল রাতেই প্রথমে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় জাকিরকে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বৃহস্পতিবার ভোর চারটে পঁয়তাল্লিশ নাগাদ কলকাতায় নিয়ে আসা হয়।