দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতা উত্তর কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় জয়ী হওয়ার পর আজ শুক্রবারই হঠাৎ পদত্যাদের ইচ্ছা প্রকাশ করলেন কলকাতা পুরনিগমের কাউন্সিলর বিজয় উপাধ্যায়। কলকাতার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। শুক্রবার মেয়র ফিরহাদ হাকিম ও চেয়ারপার্সন মালা রায়কে চিঠি লিখে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন তিনি। শুক্রবার তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়েছেন। জানিয়েছেন, তিনি নিজের ওয়ার্ডে খুব আশানুরূপ লিড দিতে পারেননি কলকাতা উত্তরের জয়ী তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। তাই পৌর প্রতিনিধির পদ থেকে অব্যাহতি চান। মমতা, অভিষেকের কাছে কাউন্সিলের অনুরোধ, তাঁর ইস্তফাপত্র গ্রহণ করা হোক।তবে প্রায় ৯২ হাজার ভোটে জিতেছেন সুদীপ। কিন্তু কয়েকটি ওয়ার্ডে লিড বেশ কম। তা নিয়ে দলের অন্দরে কাটাছেঁড়া শুরু হতেই নিজের দায় স্বীকার করে নিয়েছেন ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর বিজয় উপাধ্যায়। তিনি পদ থেকে ইস্তফা দিয়েছেন।বিজয় উপাধ্যায়ের ওয়ার্ডে খুব বেশি ভোটের লিড পাননি সুদীপ বন্দ্যোপাধ্যায়। মাত্র ২৬০টি ভোট বেশি পেয়েছেন বিজেপি প্রার্থী তাপস রায়ের থেকে। তারপরই এই সিদ্ধান্ত। তাঁর দাবি, ভোটারদের ওপর অভিমান হয়েছে, তাই পদ ছেড়ে দিতে চাইছেন তিনি।ওই কাউন্সিলর বলেন, “হাত জোড় করে নিজে আবেদন করলাম ভোটারদের কাছে। বললাম আমার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। কিন্তু মাত্রা ২৬০ ভোটের লিজ হল। ভোটারদের জন্যই অভিমান হয়েছে। তারা আমার কথা রাখেনি।”উল্লেখ্য , বিজয় উপাধ্যায়কে অনেকেউ সুদীপ বিরোধী নেতা বলে উল্লেখ করে থাকেন। কুণাল ঘোষের মন্তব্যে যখন ভোটের আগে বিতর্ক তৈরি হয়েছিল, সেই সময় এই বিজয় উপাধ্যায়ও সুদীপের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। পরে মেয়র ফিরহাদ হাকিমের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।