দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শারীরিক কারণে তৃণমূল কংগ্রেস থেকে ‘সাময়িক বিরতি’ নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘দীর্ঘদিন ধরে যে শারীরিক সমস্যা চলছে, সেটার কারণে আমি সংগঠন থেকে সংক্ষিপ্ত বিরতি নিচ্ছি।’ যদিও ঠিক কী শারীরিক সমস্যায় ভুগছেন, তা খোলসা করে বলেননি অভিষেক। দীর্ঘদিন ধরেই তাঁর চোখে সমস্যা আছে। সেজন্য অস্ত্রোপচারও করিয়েছেন। ফের চোখেই কোনও সমস্যা হচ্ছে নাকি অন্য কোনও শারীরিক সমস্যা হচ্ছে, তা জানাননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশিই অভিষেক লিখেছেন, ‘কেন্দ্র-রাজ্য সংঘাতে’ বাংলার মানুষ তাঁদের আবাসের অধিকার থেকে বঞ্চিত। তৃণমূল প্রতিশ্রুতিবদ্ধ, ডিসেম্বরের মধ্যে তা পূরণ করা হবে। তা যাতে নিশ্চিত হয়, সে ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অনুরোধও করেছেন বলে পোস্টে উল্লেখ করেছেন অভিষেক। রাজ্য সরকার তার দায়িত্ব পালন করবে বলেও নিজের বিবৃতিতে আশা প্রকাশ করেছেন তৃণমূলের সেনাপতি।অভিষেক লিখেছেন, ‘‘চিকিৎসার জন্য আমি সংগঠন থেকে সংক্ষিপ্ত বিরতি নেব। এই সময় সাধারণ মানুষের চাহিদা কী, তা আরও ভাল ভাবে অনুধাবনের সুযোগ আমার কাছে রয়েছে। আমি বিশ্বাস করি, রাজ্য সরকার দ্রুত এবং ভাল ভাবে মানুষের সমস্যার সমাধান করবে এবং মানুষ যাতে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করবে।’’ তিনি যে ‘ছোট বিরতি’ নিচ্ছেন, সেই সময়ে তিনি কী করবেন, তা-ও জানিয়েছেন তৃণমূলের সেনাপতি। অভিষেক লিখেছেন, এই ‘ছুটি’ জনগণের সুবিধা-অসুবিধা এবং চাহিদার কথা আরও ভাল ভাবে বোঝার জন্য কাজে লাগাবেন তিনি। রাজ্য সরকার বাংলার সাধারণ মানুষের জন্য তাদের কাজ জারি রাখবে এবং মানুষের চাহিদা পূরণ করবে বলেও আশা ব্যক্ত করেছেন অভিষেক।এদিন অভিষেক লিখেছেন, লক্ষ্মীর ভান্ডার নিয়ে বহু মানুষ তাকে জানিয়েছিলেন। লক্ষ্মীর ভান্ডারের ভাতা বেড়েছে। একই সাথে সাধারণ মানুষ তাকে তাদের ১০০ দিনের কাজের অসুবিধার কথা বলেছিল। প্রসঙ্গত, ১০০ দিনের কাজ নিয়ে আন্দোলন তীব্র করে তৃণমূল কংগ্রেস। শুধু এই রাজ্যে নয়, দিল্লির দরবার অবধি সেই আন্দোলন গিয়েছিল। সাধারণ মানুষের টাকা আটকে রাখার জবাব মানুষ এই লোকসভা ভোটে দিয়েছে বলে উল্লেখ করেছেন অভিষেক বন্দোপাধ্যায়। পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন, আবাস নিয়েও তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা তারা রক্ষা করবেন।