Breaking News

স্ত্রীকে পছন্দ হয়নি মায়ের!জামাইষষ্ঠীর দিন স্বামী-স্ত্রীর আত্মহত্যা,ব্যাপক চাঞ্চল্য শান্তিপুরে

প্রসেনজিৎ ধর :- জামাইষষ্ঠীর রাতে আত্মঘাতী হলেন স্বামী-স্ত্রী ২ জনেই |বৃহস্পতিবার সকালে ঘর থেকে তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শান্তিপুর থানার অন্তর্গত বাগআচড়া লক্ষ্মীনাথ পুর কলাতলা এলাকার ঘটনা। দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে শাশুড়ির ঝগড়ার জন্য দুজনে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের।পুলিশ জানিয়েছে, মৃত দম্পতির নাম পলাশ চৌধুরী ও পূজা চৌধুরী। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক বছর আগে পলাশ ও পূজার বিয়ে হয়।কিন্তু তারপর থেকেই পরিবারের সঙ্গে অশান্তি লেগেই থাকত। পলাশের মা তাঁর বৌমাকে অপছন্দ বলে তিরস্কার করতেন বলে প্রতিবেশীদের অভিযোগ। আর সেই মানসিক চাপে পলাশ প্রতিবাদ করতে গেলে অপমান হতে হত বারেবার। গতকাল সকাল থেকেইএকই অশান্তি চলছিল পরিবারে।বৃহস্পতিবার সকালে দীর্ঘক্ষণ ঘরের দরজা না খোলায়, দরজা ভেঙে ভিতরে ঢোকেন পরিবারের সদস্যরা। ঘরের ভিতর দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দম্পতির আত্মহত্যার ঘটনার পেছনে সরাসরি শাশুড়িকেই দায়ী করছে প্রতিবেশীরা। তবে মৃত যুবকের মা অঞ্জলি চৌধুরী জানান, “বউমা কোনও কাজ জানত না। আমার সঙ্গে কয়েকবার ঝামেলা বাঁধত। গতকাল বিকেলে একটু কথা-কাটাকাটি হয়। পরে ছেলে বউমা ঘরেই ছিল। কখন এই ঘটনা ঘটল তা জানি না।” স্থানীয় এক বাসিন্দা বলেন, “বিয়ে আসার পর থেকেই বউটার উপরে অত্যাচার চালত শাশুড়ি। তবে স্বামীর সঙ্গে স্ত্রীর কোনও ঝামেলা ছিল না বলেই জানি। বুধবার বিকেলেও ছেলে ও বউমার সঙ্গে শাশুরির ঝামেলা বাঁধে। তার পর সকালে শুনতে পারি স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছে।”ঘটনার তদন্তে শান্তিপুর থানার পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *