Breaking News

ভোটের পর ‘ঘরছাড়া’দের নিয়ে রাজভবনে শুভেন্দু!আটকে পড়লেন পুলিশের ব্যারিকেডে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজভবনের গেটের বাইরে ধুন্ধুমার পরিস্থিতি। ব্যারিকেডে আটকে দেওয়া হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। বৃহস্পতিবার বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে রাজভবনে গিয়েছিলেন শুভেন্দু। ওই কর্মীরা ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বলে দাবি করেন শুভেন্দু। কিন্তু তাঁদের নিয়ে প্রবেশ করতে পারলেন না রাজভবনে।ভোট পরবর্তী সময়ে নানা অশান্তির জেরে ‘ঘরছাড়া’ বিজেপি কর্মীরা। তাঁদের মধ্যে প্রায় ১০০ জনকে নিয়ে বৃহস্পতিবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু মাঝপথেই তাঁকে আটকাল পুলিশ। ধর্মতলার কাছে পুলিশি বাধা পেয়ে গাড়িতেই রইলেন শুভেন্দু। তাঁর অভিযোগ, রাজ্যপালের সঙ্গে তাঁর সাক্ষাতের ছাড়পত্র থাকলেও কেন এভাবে আটকানো হল, তার কোনও কারণ দেখাচ্ছে না পুলিশ। বিজেপির জমায়েত ঘিরে রাজভবন চত্বরে যাতে নতুন করে কোনও বিশৃঙ্খলা তৈরি না হয়, সেজন্য আগে থেকেই ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ।বুধবার বিরোধী দলনেতা রাজ্যপালকে এই সংক্রান্ত বিষয় জানিয়ে ইমেল পাঠান। তাঁর দাবি, রাজ্যপালের সচিবের তরফে জানানো হয়, ঘরছাড়াদের নিয়ে রাজভবনে যাওয়ার অনুমতি দেওয়া হল, রাজ্যপাল সকলের সঙ্গে দেখা করবেন। সেইমতো বৃহস্পতিবার তাঁর সকলকে নিয়ে রাজভবনের উদ্দেশে রওনা দেওয়া। কিন্তু মাঝপথে পুলিশ তাঁদের আটকায়। রাজভবনের চারপাশে ব্যারিকেড করে দেওয়া হয়। একঘণ্টা গাড়িতে বসে থাকার পর নেমে আসেন শুভেন্দু। পুলিশের কাছে জানতে চান, কী কারণে আটকানো হল। পুলিশ জানায়, ১৪৪ ধারা জারি, তাই রাজভবনে এতজন মিলে যেতে পারবেন না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *