প্রসেনজিৎ ধর, কলকাতা :-পাঁচ ঘণ্টা পর কলকাতায় ইডির দফতর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। বেরিয়ে অভিনেত্রী দাবি করলেন, ‘রেশন দুর্নীতি’র সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তবে তাঁর কাছে যা নথিপত্র চাওয়া হয়েছিল, তা তিনি তদন্তকারীদের হাতে তুলে দিয়ে এসেছেন।কী কথা হল তদন্তকারী অফিসারদের সঙ্গে, এ সম্পর্কে অবশ্য বিশেষ কিছু বলতে চাননি অভিনেত্রী। ঋতুপর্ণা বলেন, “ওরা আমার কাছে কিছু নথি চেয়েছিলেন, সেগুলো জমা দিতে এসেছিলাম। কয়েকটি বিষয়ে ওনারা আমার কাছে জানতেও চেয়েছিলেন। তদন্তের স্বার্থে এ ব্যাপারে বাইরে কিছু বলতে পারব না।”রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে তলব করেছিল ইডি। সেই মতো বুধবার দুপুর ১২টা ৫৫ মিনিটে তদন্তকারী সংস্থার দফতরে যান অভিনেত্রী। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী। এর প্রায় পাঁচ ঘণ্টা পর বিকেল ৫টা ৪৯ মিনিটে তিনি সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আসেন। গাড়িতে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতুপর্ণা বলেন, ‘‘আমার সহযোগিতায় তদন্তকারীরা খুশি। এই দুর্নীতির সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। ওঁরাও (তদন্তকারীরা) সহযোগিতা করেছেন, আমিও সহযোগিতা করেছি।’’ ঋতুপর্ণার আইনজীবী বিপ্লব গোস্বামী বলেন, ‘‘জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে কিছু হয়নি। তলবের নথিতেও জ্যোতিপ্রিয় মল্লিকের নাম ছিল না। সিনেমা প্রযোজনার জন্য কিছু লেনদেন হয়েছিল। সেই টাকা ফেরত দেওয়া হয়ে গিয়েছে।’’রেশন দুর্নীতি কাণ্ডের সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তের কোনও যোগাযোগ নেই। ভবিষ্যতে ঋতুপর্ণাকে ডাকা হলে তিনি সহযোগিতা করবেন। ইডি-র তরফ থেকেও তারা পূর্ণ সহযোগিতা এখনও পর্যন্ত পেয়েছেন বলে দাবি অভিনেত্রীর আইনজীবীর।
Hindustan TV Bangla Bengali News Portal