বিশ্বজিৎ নাথ, বারাসত:- ছেলেধরা সন্দেহে বুধবার তুলকালাম কান্ড ঘটে গেল বারাসাতের শ্রীনগর এলাকায়। ছেলেধরা সন্দেহ ঘিরে এদিন সকালে প্রথমে মধ্যমগ্রামের ঘোষপাড়া এলাকায় উত্তেজনা ছড়ায়। তারপর ছেলেধরা সন্দেহে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে বারাসতের শ্রীনগরে। এক পুরুষ ও এক মহিলাকে ছেলেধরা সন্দেহে আটকে করেন এলাকার মানুষজন। দু’জনকে তাঁরা বেধড়ক মারধর করে । বারাসত থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছলে ক্ষিপ্ত জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। স্থানীয়রা পুলিসের গাড়িতেও ভাঙচুর চালায়। এরপর উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। কয়েকজনকে পুলিশ আটক করে নিয়ে যায়। পুলিশের বার্তা, গুজবে কান দেবেন না। আইন নিজের হাতে তুলে নেবেন না।