দেবরীনা মণ্ডল সাহা :- যত নির্বাচন আসন্ন তত যেন প্রতিশ্রুতি শোনা যাচ্ছে শাসক -বিরোধী রাজনৈতিক দলের নেতাদের মুখে | বৃহস্পতিবার এক গুচ্ছ প্রতিশ্রুতি শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলায় |পরিবর্তযাত্রায় শামিল হয়েই বৃহস্পতিবার নামখানায় শাহ জানিয়ে দেন, বাংলার মসনদে বিজেপি বসলেই রাজ্যে চালু হবে সপ্তম বেতন কমিশন | একইসঙ্গে সরকারি চাকরির ক্ষেত্রে থাকবে সংরক্ষণ | নামখানা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এদিন একের পর এক তোপ দাগেন অমিত শাহ | এ রাজ্যে তৃণমূল সিন্ডিকেট ছাড়া আর কিছুই চালায়নি বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী |
বলেন, “বাংলায় শুধু সরকার গঠন আমাদের লক্ষ্য নয় | সিন্ডিকেটরাজ শেষ করতে হবে | সোনার বাংলা গড়তে পরিবর্তন চাই |” তিনি আরও বলেন, এ রাজ্যে কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের সুবিধা পান না | ক্ষমতায় এলে সে সুবিধা দেবে বিজেপি | অন্যদিকে মৎস্যজীবীরা পাবেন কৃষক নিধির সুবিধা | মৎস্যজীবীদের উন্নয়নের হাত ধরেই আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে যুক্ত হবে গঙ্গাসাগর মেলার নাম, আশ্বাস শাহর | গত মঙ্গলবারই বেতনের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির পাশে আদিগঙ্গায় নেমে প্রতিবাদ জানান পার্শ্বশিক্ষকরা| এদিন সে প্রসঙ্গ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কোমর জলে নেমে আমাদের শিক্ষক ভাই বোনেরা বেতনের জন্য লড়ছেন | আমি বাংলার সব শিক্ষকদের বলছি, বিজেপি ক্ষমতায় এলেই আপনাদের উচিৎ মানদণ্ডের জন্য কমিটি গড়বে সরকার| সরকারি চাকরিতে ৩৩ শতাংশের বেশি সংরক্ষণ ভারতীয় জনতা পার্টি করবে।” ‘ডবল ইঞ্জিন’ সরকার হলে বাংলার মানুষের প্রাপ্তির ঝুলি উপচে পড়বে, এদিন তেমন প্রতিশ্রুতিই শুনিয়ে গেলেন অমিত শাহ | এর আগে গঙ্গাসাগরে পৌঁছান অমিত শাহ |সেখানে সাগর দর্শনের পর কপিল মুনির আশ্রমে যান তিনি | আশ্রমের ভিতরে গিয়ে তিনি পুজো দেন |
সেখান থেকে তিনি বলেন, “আজ আমার খুব সৌভাগ্যের দিন|গঙ্গাসাগরের মতো তীর্থস্থানে এসে সাগর দর্শন ভাগ্যের ব্যাপার | কথায় বলে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার | আমি নিশ্চিত এখানে বিজেপি সরকার তৈরি হবে এবং বাংলাতে গঙ্গা শুদ্ধিকরণ কর্মসূচি হবে |”