Breaking News

পেট্রোল, ডিজেলের মূল্য বৃদ্ধি, মা দুর্গাকে অবমাননা করার প্রতিবাদে আসানসোলে বিক্ষোভ প্রদর্শন কংগ্রেসের,

সৌমিত্র গাঙ্গুলি, আসানসোল :- পেট্রোল, ডিজেলের মূল্য বৃদ্ধি, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মা দুর্গাকে অবমাননা করার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে আসানসোলের হটন রোড মোড়ে বিক্ষোভ প্রদর্শন করল কংগ্রেস |

এদিন কংগ্রেস নেতা সাহিদ পারভেজ বলেন,২০১৪ সালে বিভিন্ন ধরনের প্রচার চালিয়েছিল মোদি সরকার,কিন্তু ক্ষমতায় আসার পর মোদি সরকার সে কথা রাখেনি, তাঁর সব প্রতিশ্রুতি ভাওতাবাজি বলে এদিন হুঙ্কার দেন কংগ্রেস নেতা | এদিন বিক্ষোভ প্রদর্শনের পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কুশপুত্তলিকা দাহ করা হয় | পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করে এদিন তিনি বলেন, কে জানে কোন শহরের পাগলখানা থেকে উনি এসেছেন, পশ্চিমবঙ্গকে বদনাম করার জন্য | এদিনের বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সদস্য প্রসেনজিৎ পুইতন্ডি,সাহিদ পারভেজ সহ কংগ্রেসের অন্যান্য নেতারা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *