দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকার সময় আরও বাড়ানো হল। আগামী বুধবার পর্যন্ত বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার নির্দেশ কলকাতা হাইকোর্টের। শুক্রবার হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আগামী বুধবার ফের এই মামলার শুনানি রয়েছে।শুক্রবার হাই কোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে ভোট পরবর্তী অশান্তি মামলা নিয়ে শুনানি ছিল। দিন দুই আগেই রাজ্য পুলিশের তরফে অভিযোগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। সেই তথ্য অনুযায়ী, রাজ্যে ১৮ জুন পর্যন্ত ইমেলের মাধ্যমে সাড়ে আটশোর বেশি অভিযোগ মিলেছে। ২০৪টি আদালত-গ্রাহ্য অভিযোগ। তাতে FIR দায়ের হয়েছে এবং যার তদন্ত হওয়া প্রয়োজন। আদালতের পর্যবেক্ষণ, ভাগ করলে প্রতি জেলা অনুযায়ী ১০টি আদালত গ্রাহ্য অপরাধের অভিযোগে এসেছে। কেন্দ্রীয় বাহিনী রাখা নিয়ে কেন্দ্র কোনও সিদ্ধান্ত নিচ্ছে না। তাদের বক্তব্য, আদালতের নির্দেশ অনুযায়ী বাহিনী মোতায়েন রাখা যেতে পারে। তাতে কোনও আপত্তি নেই স্বরাষ্ট্র মন্ত্রকের।উল্লেখ্য, বাংলায় সাত দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণভাবেই মিটেছে। কিন্তু ভোট মিটতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমালের অভিযোগ তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এসবের মধ্যে এবার রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা আরও বাড়াল আদালত।
Hindustan TV Bangla Bengali News Portal