দেবরীনা মণ্ডল সাহা :- বৃহস্পতিবার, দিল্লির আবগারি দুর্নীতির সঙ্গে যুক্ত তহবিল তছরুপের মামলায় তাঁকে জামিন দিয়েছিল নিম্ন আদালত। কিন্তু, শুক্রবার (২১ জুন), ইডির আবেদনের প্রেক্ষিতে, নিম্ন আদালতের সেই রায়ের উপর স্থগিতাদেশ জারি করল দিল্লি হাইকোর্ট। ইডির আবেদনের ভিত্তিতে হওয়া মামলার রায় ঘোষণা না হওয়া পর্যন্ত, কেজরীবালকে তিহার জেলেই থাকতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট। আগামী ২৫ জুন ইডির আবেদনে হওয়া মামলার রায় দিতে পারে হাইকোর্ট। নিম্ন আদালত এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডের ভিত্তিতে দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিয়েছিল। তবে, কেজরীবালের বন্ড গ্রহণ করার জন্য আদালতের কাছে ৪৮ ঘন্টা সময় চেয়েছিল ইডি। নিম্ন আদালতের দেওয়া আদেশকে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করার জন্যই এই সময় চেয়েছিল তারা।এদিন বিকেলে তিহার জেল থেকে মুক্তি পাওয়ার কথা ছিল কেজরিওয়ালের৷ বিকেল চারটের সময় কেজরিওয়ালকে স্বাগত জানাতে তিহার জেলে যাওয়ার কথা ছিল কেজরিওয়ালের স্ত্রী সুনীতা সহ আপ নেতাদের | হাইকোর্টের নির্দেশে আপাতত সেই সমস্ত পরিকল্পনাই ধাক্কা খেল |গোটা বিষয়ে ইডিকে কাঠগড়ায় তুলে সুনীতা কেজরিওয়ালের অভিযোগ, আদালতের ওয়েবসাইটে তাঁর স্বামীর জামিনের অর্ডার ওঠার আগেই ইডি তাঁর জামিনের বিরোধিতা করে রায়কে চ্যালেঞ্জ করেছে। তাঁরা এমন আচরণ করছে যেন অরবিন্দ কেজরিওয়াল একজন জঙ্গি! একই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তিনি বলেন, একনায়কতন্ত্র সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে দেশে।
Hindustan TV Bangla Bengali News Portal