Breaking News

বামেরা ‘হিন্দু’ ভোট কেটেছে,লোকসভা ভোটের ফলাফল বিশ্লেষণ শুভেন্দুর !

ইন্দ্রজিত মল্লিক:-লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিপর্যয়ের সম্মুখীন হয়েছে বিজেপি | আর তার জন্য সিপিএমকে দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী | বৃহস্পতিবার রেড রোডে বিজেপির ‘পশ্চিমবঙ্গ দিবস পালন’ কর্মসূচিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু সিপিএম নেতৃত্বের প্রতি খড়্গহস্ত হন তিনি | সরাসরি না বললেও, সিপিএম এ বারের ভোটে ‘হিন্দু’ ভোট কেটে শাসকদল তৃণমূলকে সাহায্য করেছে বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি | বিরোধী দলনেতার কথায়, যাদবপুর, হাওড়া, দমদম, তমলুক, শ্রীরামপুরে বামেরা হিন্দু ভোট কেটেছে | যাদবপুর লোকসভায় তৃণমূল সাংসদ সায়নী ঘোষ বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন ২ লক্ষ ৫৮ হাজার ২০১ ভোটে | আর এই কেন্দ্রে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য পেয়েছেন ২ লক্ষ ৫৮ হাজার ৭১২ ভোট | আবার দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল সাংসদ সৌগত রায় বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তকে হারিয়েছেন ৭০ হাজার ৬৬০ ভোটে| এই কেন্দ্রেই সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী পেয়েছেন ২ লক্ষ ৪০ হাজার ৭৮৪ ভোট | হাওড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীকে হারিয়েছেন ১ লক্ষ ৬৯ হাজার ৭৪২ ভোটে | সেখানে সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় পেয়েছেন ১ লক্ষ ৫২ হাজার ৫ ভোট | একইভাবে শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জি ১ লাখ ৮৫ হাজার ভোটে জিতেছেন কিন্তু দীপশিথা ধর পেইছে ২ লাখ ৪৯ হাজার ভোট | এবারের লোকসভা নির্বাচনে কমপক্ষে ১২টি আসনে বামপ্রার্থীরা ভোট কেটে শাসকদল তৃণমূলকে জিততে সাহায্য করেছেন | একই ভাবে বরাহনগরে বিধানসভা ভোটে এত দিন প্রার্থী দিল বামফ্রন্টের শরিক আরএসপি | আর এবারের উপনির্বাচনে সেই কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী হন সিপিএমের তন্ময় ভট্টাচার্য | তিনি পেয়েছেন ২৬ হাজার ৭৩৫ ভোট আর তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী সজল ঘোষকে হারিয়েছেন ৮ হাজার ১৪৮ ভোটে | প্রসঙ্গত, ভোট প্রচারে সংখ্যালঘু এলাকাতে প্রায় দেখা যায়নি বামপ্রার্থী দীপ্সিতা | সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে শুভেন্দু অধিকারী বলেন, “সিপিআইএম-এর যে এজেন্ডা ছিল, সেই এজেন্ডা অনুযায়ী তারা সফল হয়েছে | হিন্দু ভোট কাটার জন্য দাঁড়িয়েছিল তারা।” তাঁর আরও সংযোজন, ‘‘এটা পিন্ডি জোটের কৌশল | পশ্চিমবঙ্গকে যারা ৩৪ বছর ধরে চেটে চেটে খেয়েছে, ৫৪ হাজার লোককে খুন করেছে, যারা সাঁইবাড়ি, নানুর, নন্দীগ্রাম, সূচপুর, আনন্দমার্গী সন্ন্যাসীদের পুড়িয়েছে, সব কলকারখানাতে তালা লাগিয়েছে, তাদের এজেন্ডায় তারা সফল হয়েছে | কিন্তু সময় কথা বলবে |’’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *