নিজস্ব সংবাদদাতা :-আগ্নেয়াস্ত্র নিয়ে ক্লাসে ঢুকে দাদাগিরি ক্লাস টেনের দুই ছাত্রের। ঘটনায় শোরগোল পড়ল রেজিনগর থানার আন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে। সকালবেলা স্কুলে গিয়ে শৌচালয়ে বন্ধুদের ব্যাগ খুলে দেখাচ্ছিল দশম শ্রেণির দুই ছাত্র। বেশ কয়েকজন বন্ধু আবার তা নিয়ে বেশ উৎসাহিতও ছিল। কিন্তু বাকিদের কাছে বিষয়টি আতঙ্কের। কারণ নাবালকের ব্যাগের ভিতরে ছিল আগ্নেয়াস্ত্র। ফলে কথাটি বেশিক্ষণ চেপে থাকেনি। প্রধান শিক্ষকের কানে চলে পৌঁছে যায়। তারপরই সেই আগ্নেয়াস্ত্র শিক্ষকরা কার্যত কেড়ে নিয়ে পুলিশের হাতে তুলে দেন।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগর থানার অন্তর্গত আন্দুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে। স্কুল সূত্রে জানা গিয়েছে, জানা গিয়েছে, আজ সকালে গিয়ে দশম শ্রেণির দুই ছাত্র আগ্নেয়াস্ত্র নিয়ে তা অন্যান্য বন্ধুদের দেখাচ্ছিল বলে অভিযোগ। সেই খবর শিক্ষকদের কানে আসে। এমনকী, স্কুলের গেটম্যানকে মারার অভিযোগ উঠেছে ওই দুই ছাত্রের বিরুদ্ধে। ঘটনায় খবর দেওয়া হয় রেজিনগর থানার পুলিশের কাছে। দু’জনকে আটক করে নিয়ে যায়। তবে নাবালকদের কাছে কোথা থেকে আগ্নেয়াস্ত্র এল তা জানতে চাইছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত দুই ছাত্রের মধ্যে একজন আন্দুলবেড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাইপো।ইতিমধ্যে স্কুলের নিরাপত্তা কর্মী জাহাঙ্গির মোল্লার অভিযোগে নতুন করে উত্তেজনা ছড়ায়। তিনি জানান, দুদিন আগে স্কুলের মেনগেটের সামনে একটি সাইকেলের সিট খুলে নিয়ে চলে যাচ্ছিল ক্লাস টেনের দুই ছাত্র। বাধা দেওয়ায় গেটম্যানের সঙ্গে বচসা বাঁধে তাদের। তখনকার মতো অন্যদের হস্তক্ষেপে ঝামেলা মিটে যায়। কিন্তু জাহাঙ্গির মোল্লা বলেন, “তারপর থেকেই আমাকে খুনের হুমকি দিচ্ছিল ওই ছাত্ররা। কালকেও বলে গুলি করে মেরে দেবে। আমি তখন এতটা গুরুত্ব দেয়নি। কিন্তু আজ ওরা পিস্তল নিয়ে স্কুলে ঢুকে পড়ায় খুব ভয় করছে।” তবে কাউকে ভয় দেখাতে স্কুলে পিস্তল আনেনি বলেই দাবি করেছে দুই ছাত্র। এদিকে উদ্বিগ্ন অভিভাবকরা দুষছেন স্কুল কর্তৃপক্ষকে।