Breaking News

পুকুর বুজিয়ে আরএসএস কার্যালয় ভাঙা হচ্ছে না কেন?প্রশ্ন তুললেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- বৃহস্পতিবার জমি দখল নিয়ে বিস্ফোরক কথা বললেন মমতা। ‘তৃণমূলের বাড়ি ভাঙলে RSS-এর কেন নয়?’ প্রশ্ন তুললেন মমতা। রাজ্যের একাধিক প্রান্ত সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ ওঠে। সেক্ষেত্রে পুলিশ প্রশাসন থেকে শুরু করে নেতা-বিধায়কদের তিরস্কার করেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার নবান্নে ফের হকারদের বৈঠকে ডেকে মুখ্যমন্ত্রী এ বিষয়ে নতুন বেশ কিছু সমাধান সূত্র দিয়েছেন। তারই মাঝে অবৈধ নির্মাণ নিয়ে আরএসএসকে নিশানা করলেন তিনি। প্রশ্ন তুললেন, পুকুর বুজিয়ে আরএসএসের যে কার্যালয় তৈরি হয়েছে, তা কেন ভাঙা হচ্ছে না?রাজ্যের একাধিক শহরে জলাশয় বুজিয়ে বেআইনি নির্মাণের ভুরি ভুরি অভিযোগ উঠেছে। সেসব কানে এসেছে রাজ্যের প্রশাসনিক প্রধানেরও। আর এসব সমস্যা সমাধানে নবান্নে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের পর বৃহস্পতিবার সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর অভিযোগ, ”আমি শুনেছি, মলয় আমাকে বলছিল যে আসানসোলে একটা পুকুর বুজিয়ে কোনও একটা রাজনৈতিক দল একটা তিনতলা বাড়ি বানিয়েছে। কিন্তু সেটা ভাঙা হচ্ছে না কেন? পুলিশকে নাকি বার বার বলা হয়েছিল, পুলিশ অ্যাকশন নেয়নি। কারণ, শুনেছি ওই বাড়িটা আরএসএসের কার্যালয়। তৃণমূলের কোনও বেআইনি নির্মাণ যদি ভাঙা হয়, তাহলে আরএসএসের কার্যালয় কেন ভাঙা হবে না?”এরপর মুখ্যমন্ত্রী স্থানীয় জেলা প্রশাসনকে নির্দেশ দেন, ”আগে দেখতে হবে ওই জমির রেকর্ড কী আছে। যদি ওটা জলাশয় জমি হয় মানে ল্যান্ড রেকর্ডে যদি তা থাকে, তাহলে সেই জলাশয় বুজিয়ে কার্যালয় তৈরি তো অপরাধ। সেইমতো ব্যবস্থা নিতে হবে। কিন্তু আগে ভালো করে রেকর্ড দেখে নিতে হবে। কারও মুখের কথায় কিছু হবে না।” এ প্রসঙ্গে মমতার মুখে দক্ষিণ কলকাতার বিক্রমগড়ের কথাও শোনা গেল। তিনি বললেন, ”আমি তো প্রায়ই শুনতে পাচ্ছি বিক্রমগড় এলাকায় নাকি জমিগুলো সব দখল হয়ে যাচ্ছে। এ কি ছেলের হাতের মোয়া নাকি? চাইলেই সব দখল করে নেওয়া যায়।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *