প্রসেনজিৎ ধর, কলকাতা :- দুই বিধায়কের শপথ নিয়ে রাজ্য–রাজনীতিতে নাটক চরমে উঠেছে। সদ্য বরাহনগর এবং ভগবানগোলা উপনির্বাচনে জয়ী হয়েছেন যথাক্রমে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। আর তাঁদেরকেই এখন বিধানসভার সিঁড়িতে বসে শপথের জন্য ধরনা দিতে হচ্ছে। আর রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজের সিদ্ধান্তে অনড়। এবার রাজ্য–রাজভবন সংঘাত নয়া মাত্রা পেয়েছে। কারণ বিধানসভায় না গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস নয়াদিল্লি রওনা দিয়েছেন। এবার নবান্ন থেকে রাজ্যপালকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে বৈঠক চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের দুই বিধায়ক জেতার পর এক মাস ধরে বসে আছে। শপথ নিতে পারছে না। রাজ্যপাল শপথ নিতে দিচ্ছেন না।” রাজ্যপালকে নিশানা করে মমতা আরও বলেন, “মানুষ নির্বাচিত করেছেন, ওঁর কি অধিকার আছে শপথ নিতে না দেওয়ার। উনি স্পিকারকে বা ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেবেন, অথবা নিজে যাবেন বিধানসভায়।” রাজভবনে যেতে যে বিধায়কদের আপত্তি আছে, সে কথাও এদিন বলেন মমতা। তিনি বলেন, “ওঁর রাজভবনে কেন সবাই যাবেন? রাজভবনে যা কীর্তি-কেলেঙ্কারি ঘটছে, তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমার কাছে অভিযোগ জানিয়েছে।”বাংলায় শাসক দলও রাজভবনকে পাল্টা চাপে রাখার অস্ত্র পেয়ে গিয়েছে। অনেকের মতে, মুখ্যমন্ত্রী এদিন রাজভবনকে পরিষ্কার বার্তা দিতে চেয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন, বিধায়কদের পদে নতুন জয়ী প্রার্থীদের শপথ নেওয়া একটা প্রথাগত ব্যাপার। তা নিয়ে অযথা জটিলতা তৈরি করছেন রাজ্যপাল। এ সব আর বরদাস্ত করা হবে না।