নিজস্ব সংবাদদাতা :-:-বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বাথরুমের সেপটিক ট্যাঙ্কে জলে পড়ে মৃত্যু হল বছর ৭ এর এক শিশুর। মৃত শিশুর নাম সায়নী মিস্ত্রি।করেই ওই শিশু নিখোঁজ হয়ে যায় বহু খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবারের লোকজন দারস্ত হয় বিষ্ণুপুর থানায়। মৌখিকভাবে পুলিশ প্রশাসনকে জানানো হয় নিখোঁজ হওয়ার ঘটনা। হঠাৎ করেই বেশ কয়েক ঘণ্টা পর বিকেল নাগাদ স্থানীয় এক বাসিন্দার নজরে আসে পাশের বাড়ির নির্মীয়মান একটি বাথরুমের সেপটিক ট্যাঙ্কের জলে নিচে পড়ে রয়েছে ওই শিশুর নিথর দেহ। ঘটনার কথা চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।সন্ধ্যার মুখে ওই সেপটিক ট্যাঙ্ক থেকে শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় নির্মীয়মান ট্যাঙ্কে মালিকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী |মৃতার পরিবারের দাবি,দুপুরে দিকে খেলতে বেরিয়ে আর বাড়ি ফেরেননি সায়নী। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির অদূরে থাকা ওই সেফটিক ট্যাঙ্কে জলে সায়নীকে মুখ গুঁজে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন। তড়িঘড়ি পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন।