প্রসেনজিৎ ধর,হুগলি :-রাজ্যে ফের চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ। এবার তারকেশ্বরে গাড়ি চুরির অপবাদ দিয়ে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এলাকারই কয়েকজনের বিরুদ্ধে। ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে হুগলির তারকেশ্বর থানার নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রানাবাঁধ এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিশ্বজিৎ মান্না(২৩), তিনি পেশায় গাড়ির চালক। পরপর তিন দিন বাংলায় গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ উঠল। পরিবারের অভিযোগ, রবিবার রাতে বিশ্বজিৎকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এলাকারই কয়েকজন যুবক। একটি গাড়ি খোওয়া গিয়েছে। গাড়ি চোর সন্দেহে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বিকাশ সামন্ত, তাঁর ছেলে দেবকান্ত সামন্ত ও আরও কয়েকজনের বিরুদ্ধে।মৃত বিশ্বজিৎ এর মায়ের বক্তব্য, চোর সন্দেহে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। তাঁর কথায়, “ছেলে চুরি করেনি বলে, বারবার আকুতি মিনতি করেছে। তাঁর কোনও কথাই শোনা হয়নি।” বেধড়ক মারে জ্ঞান হারিয়ে ফেলেন বিশ্বজিৎ। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে রাত দুটো নাগাদ তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনায় অভিযুক্ত বিকাশ সামন্ত, তাঁর ছেলে দেবকান্ত সামন্তকে আটক করেছে তারকেশ্বর থানার পুলিশ।রাজ্যে পর পর গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় আশঙ্কা বাড়ছে। রবিবার সকালে চোর সন্দেহে গণপিটুনিতে ঝাড়গ্রামে ২৩ বছরের এক যুবকের মৃত্যু হয়। সৌরভ সাউ নামে ওই যুবককে গত ২২ জুন চোর সন্দেহে জামবনি থানা এলাকায় গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে জানা যায়, কোনও চুরির সঙ্গে যুক্ত নয় সে। গুরুতর আহত অবস্থায় যুবককে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ভর্তি করা হলে রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সৌরভের বন্ধু অক্ষয় মাহাতো।