নিজস্ব সংবাদদাতা,কলকাতা :-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পদ্ধতিগত ত্রুটির কারণে বুধবার মামলার শুনানি পিছিয়ে গেল কলকাতা হাই কোর্টে। পুনরায় মামলা দাখিল করতে নির্দেশ দিলেন বিচারপতি কৃষ্ণা রাও । বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে শুনানি চলাকালীন রাজ্যপালের আইনজীবী ধীরজ ত্রিবেদী জানিয়েছেন, রাজ্যপালের ভাবমূর্তি নষ্ট হয়েছে। রাজ্যপাল সম্পর্কে কী মন্তব্য করা হয়েছে, তা ভিডিয়োতেই দেখা যাচ্ছে বলে জানিয়েছেন আইনজীবী। এরপরই সব সংবাদমাধ্যমকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছে তৃণমূল নেতা কুণাল ঘোষের নামও।রাজ্যপালের আইনজীবী জানিয়েছেন, ‘সংবাদমাধ্যমে যা লেখা হয়েছে সেটা ওই ব্যক্তি নিজেই বলেছেন।’ এরপরই বিচারপতি রাও প্রশ্ন করেন, ‘সংবাদপত্রকে পার্টি করা হয়নি?’ এ কথা শুনে আইনজীবী পাল্টা প্রশ্ন করেন, ‘এখানে কি সেটা প্রয়োজনীয়?’ বিচারপতির নির্দেশে সব সংবাদমাধ্যমকে মামলায় যুক্ত করা হবে। আগামিকাল, বৃহস্পতিবার ফের মামলার শুনানি আছে। কুণাল ঘোষ ছাড়া তৃণমূল দুই জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দোপাধ্যায় ও রায়াত হোসেনকেও মামলায় যুক্ত করা হয়েছে। আইনজীবী আর্জি জানান, এরা কেউ যাতে আগামিদিনে রাজ্যপালের বিরুদ্ধে মন্তব্য না করেন।এই মুখ্যমন্ত্রীর আমলেই অ্যাডভোকেট জেনারেলের (এজি) পদ ছেড়েছিলেন আগে এমন দু’জনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কলকাতা হাইকোর্টে আইনি লড়াই করতে দেখা গেল। এঁরা দু’জনেই প্রাক্তন এজি। মুখ্যমন্ত্রীর হয়ে সওয়াল করবেন জয়ন্ত মিত্র এবং সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এই দু’জনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এজি পদ ছেড়েছিলেন। এবার তাঁরাই মুখ্যমন্ত্রীর হয়ে সরাসরি সওয়াল করবেন। যা দেখে খানিকটা ঘাবড়ে গিয়েছেন রাজ্যপাল বলে সূত্রের খবর। এই দু’জনের সঙ্গে এখানকার এজি কিশোর দত্তও থাকছেন।