প্রসেনজিৎ ধর, কলকাতা :-নিটের প্রশ্নফাঁস কাণ্ডে ঝাড়খণ্ডের সূত্র ধরে এবার কলকাতা-যোগের দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। অমিত কুমার নামে এক ব্যক্তির খোঁজে এদিন নিউটাউনের একটি আবাসনে পৌঁছয় সিবিআইয়ের দিল্লির একটি প্রতিনিধি দল। তবে আবাসনের ১২ নম্বর ব্লকের দোতলায় অমিতের রুম তালাবন্দি। সংশ্লিষ্ট আবাসনটি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।বুধবার সকালে তাঁর নিউটাউনের আবাসনে তল্লাশি চলায় সিবিআই। তবে তাঁর ফ্ল্যাট তালাবন্দি থাকায় প্রথমে ঢুকতে বেগ পান আধিকারিকরা। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর অমিতের ফ্ল্যাটে ঢোকেন তাঁরা। তবে অভিযুক্তের খোঁজ পাওয়া যায়নি। কে এই অমিত কুমার, কী করেন, নিট কেলেঙ্কারির সঙ্গে তিনি কী ভাবে যুক্ত রয়েছে হাজারও প্রশ্ন।এবার নিট কান্ডে কলকাতার নাম জড়াল। এর আগে বিহার পুলিশের কনস্টেবেল নিয়োগে প্রশ্নপত্র ফাঁস মামলার উঠে এসেছে মধ্যমগ্রামের বাসিন্দা কৌশিক করের নাম। এবার নিট প্রশ্ন ফাঁসেও বাংলার নাম জড়িয়ে গেল। নিটের প্রশ্ন ফাঁসের তদন্তে মহারাষ্ট্র থেকে ধৃত দুই শিক্ষককে জেরা দিল্লি যোগের বিষয়ে জানতে পেরেছিল পুলিশ। শনিবার গঙ্গাধর গুন্ডে নামে সেই ব্যক্তিকে শনিবার দেরাদুন থেকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি হাজারিবাগ থেকে একটি স্কুলের প্রিন্সিপ্যাল ও তাঁর ডেপুটির পাশাপাশি এক সাংবাদিককেও নিট কেলেঙ্কারিতে গ্রেফতার করেছে সিবিআই।