Breaking News

রেলগেট খোলা অথচ সিগন্যাল সবুজ,লাইনে প্রচুর মানুষ, যুদ্ধকালীন তৎপরতায় ব্রেক কষলেন কাঞ্চনকন্যার চালক!

দেবরীনা মণ্ডল সাহা :- বরাতজোরে বড়সড় দুর্ঘটনা এড়াল কাঞ্চনকন্যা এক্সপ্রেস। অভিযোগ, মালবাজারের কাছে খোলা ছিল রেলগেট। অথচ সিগন্যাল ছিল সবুজ। দ্রুত গতিতে ছুটে আসছিল এক্সপ্রেসটি। একই সময় রেলগেট খোলা থাকায় পারাপার করছিল ছোট গাড়ি, মানুষজন। কাছাকাছি আসতে বিষয়টি নজরে পড়ে চালকের। তৎক্ষণাৎ এমারজেন্সি ব্রেক কষেন চালক। দ্রুতগতিতে থাকা এক্সপ্রেসটি থামে রেলগেট ছুঁয়ে। হতাহতের কোনও খবর নেই।ঘটনাটি চালশা থেকে মালবাজার স্টেশনে মধ্যবর্তী একটি লেভেল ক্রসিংয়ে।মঙ্গলবার বিকালে ট্রেন চালক তথা ট্রেনের অন্যান্য কর্মীদের তৎপরতায় বরাত জোর প্রাণে বেঁচে যান বেশ কয়েকজন পথচারী। জানা গিয়েছে, শিয়ালদহগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস চালসার দিক থেকে প্রচণ্ড গতিতে মালবাজারের দিকে যাচ্ছিল। এই পথে চা বাগানের ভেতর দিয়ে বেশ কয়েকটি রেলগেট রয়েছে। এমনই একটি রেলপথ শোনগাছি চা বাগান এলাকায়। হঠাৎ চালক দেখতে পান রেল গেট নামানো নেই। অথচ সিগন্যালে সবুজ বাতি অর্থাৎ থ্রু পাস। রেল গেটের গার্ড পতাকা হাতে দাঁড়িয়ে না থাকায় চালকের সন্দেহ আরও বেড়ে যায়। জরুবি ব্রেক কষে গাড়ি থামিয়ে দেন চালক। কিন্তু ততক্ষণে ট্রেনটি প্রায় রেলগেট ছুঁয়ে গিয়েছে। রেলগেট খোলা থাকায় সেই সময় প্রচুর বাইক, সাইকেল এবং ছোট গাড়ি পারাপার করছিল সেই লাইনের ওপর দিয়ে। চালক টানা হর্ন দিতে থাকেন। ফলে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। ট্রেন থামিয়ে নেমে আসেন চালক এবং অন্যান্য কর্মীরা। গেটম্যানের ঘরে ঢুকে দেখেন বসে রয়েছেন গেট ম্যান। তড়িঘড়ি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইতে থাকেন এই রেলকর্মী। সূত্রের খবর, রেলগেট যে খোলা রয়েছে তা তিনি ভুলে গিয়েছেন বলে দাবি করেছেন ওই গেটম্যান। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে রেল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *