প্রসেনজিৎ ধর, কলকাতা :-ঘরের মেঝেতে পড়ে গিয়ে গুরুতর চোট পেলেন রাজনীতিবিদ মুকুল রায়। এই আবহে তাঁকে বুধবার রাতেই একটি হাসপাতালে ভরতি করা হয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অসুস্থ মুকুল রায়। বাড়িতে পড়ে যেতেই তাঁকে তড়িঘড়ি কল্যাণীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে মুকুল রায়কে নিয়ে আসা হয় কলকাতায়। সেখানে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে।
পরীক্ষা করে দেখা যায়, আঘাত পেয়ে মস্তিষ্কে রক্ত জমেছে মুকুল রায়ের। তাই মাঝরাতেই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। দেড় ঘণ্টার ওপর অস্ত্রোপচার হয়। ওটি সফল হয়েছে বলে জানা গেছে। সেখান থেকে বার করে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। চিকিৎসকদের কড়া পর্যপেক্ষণে আছেন তিনি। আজ, বৃহস্পতিবার তাঁকে ভেন্টিলেশন থেকে বার করে দেখা হবে, কেমন থাকছেন। এর পরে পরবর্তী চিকিৎসার কথা জানাবেন ডাক্তাররা।প্রসঙ্গত,কাঁচরাপাড়ায় যুগল ভবনের দোতলায় থাকেন মুকুল রায়। জানা গিয়েছে, ভারসাম্য হারিয়ে নিজের ঘরেই পড়ে গিয়েছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক।প্রসঙ্গত, ২০২১ সালে প্রয়াত হয়েছিলেন মুকুল রায়ের স্ত্রী। এরপর থেকেই ধীরে ধীরে শারীরিক ভাবে ভেঙে পড়েন মুকুল রায়। সক্রিয় রাজনীতিতে মুকুল রায়কে আর দেখা যায়নি বিগত কয়েক বছরে। বহু দিন ধরে ডায়াবিটিসে ভুগছেন মুকুল। এছাড়াও ডিমেনশিয়াতেও ভুগছেন তিনি। রাজনীতি থেকে দূরে থাকলেও লোকসভা ভোটের সময় বেশ কয়েকজন রাজনীতিবিদ মুকুল রায়ের সঙ্গে গিয়ে তাঁর বাড়িতে দেখা করে এসেছিলেন। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অজুর্ন সিং মুকুল রায়ের বাড়িতে যান। পার্থ ভৌমিকও লোকসভার ভোটের আগে মুকুল রায়কে দেখতে কাঁচরাপাড়ায় তাঁর বাড়িতে গিয়েছিলেন।
Hindustan TV Bangla Bengali News Portal