দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রবীন্দ্র সরোবর লেক এলাকায় ক্রিকেট লিগের অনুশীলন করা যাবে না। পরিবেশ রক্ষা সংক্রান্ত একটি মামলায় এমনটাই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ওই এলাকায় সেলিব্রিটি ক্রিকেট লিগের অনুশীলন হয়ে থাকে। আদালত জানিয়েছে, আপাতত এমন কোনও খেলার অনুশীলন করা যাবে না। এ বিষয়ে রাজ্যের কাছে হলফনামা চেয়েছে হাই কোর্ট। আগামী ২৫ জুলাই মামলার পরবর্তী শুনানি।সেই মামলায় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে এদিন ছিল মামলার শুনানি।প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম স্পষ্ট উল্লেখ করেন, ‘পাবলিক এরিয়া কখনই বেসরকারি কাজে ব্যবহৃত হতে পারে না।’ তিনি বলেন, ‘ওই সেলিব্রিটি রাজ্যের ব্লু আয়েড বয় হতে পারেন, তার মানেই সরকারি সম্পত্তি ব্যবহার করার অনুমতি পাবেন এমন নয়।’ সেই সঙ্গে রাজ্য সরকারের সিদ্ধান্ত নিয়ে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, “রাজ্য অনেক কিছুই করতে পারে। ময়দানে আর্মির জায়গাতেও এমন অনেক কিছুর আয়োজন করে ওই এলাকাকে নষ্ট করা হয়েছে।”
সরোবরের ৯৮ কাঠা জমি সেলিব্রিটি তথা টলিপাড়ার তারকাদের ক্রিকেট প্র্যাকটিসের জন্য ব্যবহার করা হবে, এই বলে নোটিস দিয়েছিল কেএমডিএ। এরপর ‘সবুজ মঞ্চ’ অভিযোগ করে, নোটিস দেওয়ার পর একাধিক পুরনো গাছ কাটা হয়েছে। সরোবরের চরিত্র বদল করা হচ্ছে। অভিযোগ, ‘ক্যালকাটা এন্টারটেনমেন্ট ক্লাব ফাউন্ডেশন’কে এই অনুমতি দেওয়া হয়েছে। ওই ক্লাবের তিন জন ডিরেক্টরের মধ্যে একজন অভিনেতা যীশু সেনগুপ্ত।এই মামলায় রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। আগামী ২৫ জুলাই হবে মামলার পরবর্তী শুনানি। ততদিন পর্যন্ত সরোবরের ওই প্রজেক্টের উপর অন্তর্বতী স্থগিতাদেশ থাকবে।
Hindustan TV Bangla Bengali News Portal