Breaking News

টানাপোড়েনে ইতি!সায়ন্তিকা আর রেয়াতকে শপথবাক্য পাঠ করালেন স্পিকারই,দায়িত্ব নিলেন না ডেপুটি স্পিকার

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। তাঁদের শপথবাক্য পাঠ করান বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন বিশেষ অধিবেশন ডাকা হয় বিধানসভায়। কোনও বিরোধীরা এদিনের অধিবেশনে উপস্থিত ছিলেন না।গত প্রায় এক মাস ধরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথগ্রহণ নিয়ে চলা বিতর্কেও ইতি পড়ল৷এদিন দুই বিধায়কের শপথগ্রহণের জন্য বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হয়৷ যদিও এই অধিবেশন বয়কট করেন বিজেপি বিধায়করা৷ ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠ করাতে পরামর্শ দিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ যদিও তিনি শপথ বাক্য পাঠ করাবেন না বলে গতকালই জানিয়ে দিয়েছিলেন ডেপুটি স্পিকার৷ এদিন অধিবেশন শুরু হওয়ার পর ডেপুটি স্পিকার শপথবাক্য পাঠ করানোর জন্য স্পিকারের নাম প্রস্তাব করেন৷ তারপরই দুই তৃণমূল বিধায়ককে শপথ বাক্য পাঠ করান স্পিকার|
সংসদীয় নিয়ম অনুযায়ী বিধানসভায় স্পিকার অনুপস্থিত থাকলে ডেপুটি স্পিকার সেই দায়িত্ব পালন করেন। কিন্তু স্পিকার উপস্থিত থাকাকালীন তাঁর পরিবর্তে ডেপুটি স্পিকারকে শপথগ্রহণ পাঠ করানোর দায়িত্ব দিয়েছেন রাজ্যপাল। যা নিয়ে বৃহস্পতিবারই ঘনিষ্ঠ মহলে প্রশ্ন তুলেছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি এও জানিয়ে দেন, রাজ্যপালের চিঠি এলে তিনি তা প্রত্যাখ্যান করবেন।
ফলে জয়ী দুই প্রার্থীর শপথগ্রহণ নিয়ে ফের জটিলতা তৈরি হয়েছিল। জট কাটাতে এদিন বিধানসভায় বসেছিল কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। স্পিকার, ডেপুটি স্পিকারের পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরুপ বিশ্বাস, শশী পাঁজা, দেবাশিস কুমার, মলয় ঘটক, সুজিত বসুরা।সূত্রের খবর, সেখানে সকলে আশিসবাবুকে বোঝান। তারপরই শপথবাক্য পাঠ করাতে রাজি হন ডেপুটি স্পিকার। তবে শেষ মুহূর্তে বেঁকে বসেন স্বয়ং জয়ী দুই প্রার্থীও। সায়ন্তিকা বলেন, “এভাবে স্পিকার সাহেবকে অসম্মান করা যায় না।” রায়াতও বলেন, “রাজ্যপালের চিঠি দুর্ভাগ্যজনক। এতে মনে হয় স্পিকারকে অসম্মান করা হয়েছে।”স্পিকারের উদ্দেশে ডেপুটি স্পিকারও বলেন, “আপনি এই সভা পরিচালনা করছেন। আপনি যেখানে উপস্থিত সেখানে আমি এই ধৃষ্টতা দেখাতে পারবো না। তাই আমি আপনাকে অনুরোধ করছি আপনিই শপথ বাক্য পাঠ করান।” এরপরই সকলের সম্মতিতে সায়ন্তিকা, রায়াতদের শপথবাক্য পাঠ করান বিমান বন্দ্যোপাধ্যায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *